বুধবার দিঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন।একই দিনে কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হিন্দু ধর্মসভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।মঙ্গলবার দুপুরে বিরোধী দলনেতাকে শর্ত সাপেক্ষে এই অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
বস্তুত,৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন।খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন দিঘায়।অন্যান্য মানুষও ভিড় জমাবেন দিঘায়।তাই আঁটসাঁট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে সৈকত নগরীকে।আর ঠিক ওইদিনই কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী।রাজ্যের বিরোধী দলনেতার দাবি ছিল,-ওই সভার জন্য পুলিশি অনুমোদন দেওয়া হয়নি তাঁকে।বাধ্য হয়ে তাই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু।যদিও পুলিশের দাবি,-সেই সময় দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন।তার উপর আবার সনাতনী হিন্দুদের মিছিল হলে নিরাপত্তা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে।সে কারণেই মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়।
বিষয়টি নিয়ে সোমবার হাই কোর্টে দীর্ঘ সওয়াল জবাব চলে।অবশেষ মঙ্গলবার শর্তসাপেক্ষে সনাতনী ধর্ম সম্মেলনের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।উল্লেখ্য,এই প্রথমবার নয়।এর আগেও একাধিকবার মিছিল কিংবা সভার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা।আদালতে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তোলেন।শর্তসাপেক্ষে সভা,মিছিল করার অনুমতিও পান।এবার অক্ষয় তৃতীয়ায় কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভার অনুমতি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।