পহেলগাঁও কাণ্ড নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন অক্ষয় কুমার। এ বার সরাসরি পাকিস্তানকে কটূ ভাষায় আক্রমণ করলেন তিনি।
বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে দেশাত্মবোধক ছবি ‘কেসরী চ্যাপ্টার ২’। শনিবার হঠাৎ করেই এক প্রেক্ষাগৃহে দর্শকদের চমকে দিয়ে হাজির হন অক্ষয় কুমার (Akshay Kumar)। ছবি শেষ হওয়ার পর দর্শকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই উঠে আসে পহেলগাঁও প্রসঙ্গ।
অক্ষয় (Akshay Kumar) বলেন, “দুর্ভাগ্যবশত, আবার আমাদের মনে ক্ষোভ জেগে উঠেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি।” এরপর ‘কেসরী ২’-এর একটি দৃশ্যের কথা উল্লেখ করে তিনি জানান, ছবিতে যেভাবে শত্রুদের উদ্দেশ্যে একটি বিশেষ ইংরেজি গালাগাল ব্যবহার করেছেন, এখানেও তিনি ঠিক সেই ভাষাতেই জঙ্গিদের উদ্দেশে কথা বলতে চান।
এই মন্তব্যের পর অক্ষয় মঞ্চ থেকে মাইক দর্শকদের দিকে বাড়িয়ে দেন। সমবেত কণ্ঠে দর্শকরা চিৎকার করে বলেন, “পাকিস্তান তোমাকে…”, যা নিয়ে এখন নেটমাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে। যদিও নির্মাতাদের দাবি, ছবির প্রেক্ষাপটে এই সংলাপের বিশেষ গুরুত্ব রয়েছে।
প্রসঙ্গত, পহেলগাঁও-তে পর্যটকদের উপর হামলার ঘটনার পরদিনই অক্ষয় কুমার টুইট করে বলেছিলেন, “পহেলগাঁও-তে পর্যটকদের উপর হামলার ঘটনা জেনে স্তম্ভিত। নিরীহ মানুষদের নির্মম ভাবে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি।”
এ দিন অক্ষয়ের সঙ্গে প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন আর মাধবনও, যিনি ‘কেসরী ২’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। কর্ণ সিংহ ত্যাগীর পরিচালিত এই ছবিতে আরও রয়েছেন অনন্যা পাণ্ডেও?