পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে আর হুঁশিয়ারি নয়, এবার সরাসরি পাক অধিকৃত কাশ্মীর দখলের দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি কেন্দ্র সরকারকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, এই হামলার পেছনে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় গাফিলতি থাকলেও, প্রকৃত তদন্তের বদলে উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক প্রচার চালানো হচ্ছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লেখেন, ‘‘গত ক’দিন ধরে আমি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার রিপোর্ট এবং কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের দিকে নজর রাখছিলাম। কিন্তু পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পিছনের নিরাপত্তা ঘাটতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। বরং, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে জনমত তৈরি করার চেষ্টা চলছে।’’
তাঁর আরও মন্তব্য, ‘‘এটা আর প্রতীকী সার্জিক্যাল স্ট্রাইকের সময় নয়। এখন সময় এসেছে শত্রুর ভাষায় জবাব দেওয়ার। পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে এবার পুনরায় ভারতের অন্তর্ভুক্ত করা উচিত।’’
প্রসঙ্গত, পুলওয়ামার পর এটি জম্মু-কাশ্মীরে সবচেয়ে বড় জঙ্গি হানার ঘটনা। গত মঙ্গলবার বিকেলে পহেলগাঁওয়ের একটি রিসর্টে পর্যটকদের লক্ষ্য করে আচমকা হামলা চালায় জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধর্মীয় পরিচয় যাচাই করে অমুসলিমদের লক্ষ্য করে গুলি চালানো হয়। সেনাবাহিনীর পোশাকে ছদ্মবেশে এসেছিল হামলাকারীরা। হামলার সময় প্রায় ৪০ রাউন্ড গুলি চলে। এই হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈয়বার শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ। জানা গেছে, হামলাকারীদের অধিকাংশই বিদেশি এবং ইতিমধ্যেই চার জঙ্গির ছবি প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:Shreya Ghoshal: পহেলগাঁওয়ের প্রতিবাদে কি করলেন শ্রেয়া ঘোষাল?