অমিতাভ বচ্চন পড়েছেন এক মজাদার অথচ জটিল সমস্যায়! এই সমস্যা বেশ কিছু দিন ধরেই পিছু নিচ্ছে তাঁকে। সাধারণত নিজের সমস্যার সমাধান নিজেই করে ফেলেন বলিউডের এই মহারথী। তবে এ বার কিছুতেই রফাসূত্র খুঁজে পাচ্ছিলেন না। বহু চেষ্টা করেও ব্যর্থ হয়ে অবশেষে রবিবার রাতে নিজেই হাল ছাড়েন তিনি। তবে থেমে যাননি—সমাধানের আশায় এবার দ্বারস্থ হয়েছেন অনুরাগীদের।
বিষয়টা ঠিক কী? আসলে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সমাজমাধ্যমে অত্যন্ত সক্রিয়। প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে কিছু না কিছু পোস্ট করেন তিনি। কখনও নিজের ভাবনা, কখনও ব্যক্তি জীবনের টুকরো কথা, আবার কখনও প্রয়াত পিতা হরিবংশ রাই বচ্চনের কবিতার পংক্তি—সবই জায়গা পায় সেখানে। আর এই পোস্ট পড়েন তাঁর প্রায় ৪৯ মিলিয়ন অনুরাগী। কিন্তু দীর্ঘদিন ধরেই এই সংখ্যাটি যেন আর এক ধাপ এগোচ্ছে না! বহু চেষ্টাতেও ৫০ মিলিয়নে পৌঁছতে পারছেন না বিগ বি।
অবশেষে রবিবার রাতে পোস্ট করে ভক্তদের উদ্দেশে বলেন, “অনেক চেষ্টা করেও ৪৯ মিলিয়ন থেকে ৫০ মিলিয়নে যেতে পারছি না। আপনারা যদি একটু সহযোগিতা করেন…!” এই মূহূর্তেই শুরু হয় ভক্তদের উপচে পড়া সাড়া। কেউ বলেন, “রেখার সঙ্গে একটি ছবি পোস্ট করুন, তাহলেই কাজ হয়ে যাবে!”
তবে কি ভক্তদের এই মজাদার পরামর্শ মেনে নেবেন অমিতাভ (Amitabh Bachchan)? তিনি কি সত্যিই রেখার সঙ্গে ছবি পোস্ট করবেন? আর সে কথা জয়া বচ্চন জানলে কী প্রতিক্রিয়া হবে? উত্তরের অপেক্ষায় থাকলেন নেটিজেনরা!
আরো পড়ুন: Jaya Bacchan: জয়া ও ঐশ্বর্যর মধুর সম্পর্ক তিক্ত হলো কীকরে
Image source-Google