শাহিদের থেকে ১৪ বছরের ছোট মীরা রাজপুত খুব অল্প বয়সেই সাতপাকে বাঁধা পড়েছিলেন বলি তারকার সঙ্গে। সম্বন্ধ করে বিয়ে হলেও তাঁদের দাম্পত্যে প্রেমের কোনও ঘাটতি নেই— এমনটাই শোনা যায়। মাত্র ২০ বছর বয়সে মীরার বিয়ে, আর ঠিক পরের বছরই, ২১ বছর বয়সে তিনি মা হন। তবে প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতা মধুর ছিল না— বরং এক ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হয়েছিল তাঁকে। অল্পের জন্য প্রাণে বেঁচেছিল তাঁর গর্ভস্থ সন্তান।
এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা শেয়ার করেছিলেন শাহিদ-পত্নী। তখন তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকরা সতর্ক করে দিয়েছিলেন— গর্ভপাতের সম্ভাবনাও রয়েছে। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই একের পর এক শারীরিক সমস্যা দেখা দেয় তাঁর শরীরে। মীরা বলেছিলেন, “আমার প্রায় গর্ভপাত হয়ে যাচ্ছিল। সোনোগ্রাফির সময় চিকিৎসক সঙ্গে সঙ্গে শুয়ে পড়তে বলেন। পাশে ছিলেন শাহিদ। তিনি আমার দিকে একেবারে স্তব্ধ হয়ে তাকিয়ে ছিলেন। তখনই জানিয়ে দেওয়া হয়েছিল, আমি কোনও ভাবেই বসে থাকতে পারব না, সব সময় শুয়ে থাকতে হবে।”
এরপর টানা আড়াই মাস হাসপাতালে কাটে মীরার। কঠোর নিয়মের মধ্যে থাকতে হয় তাঁকে, সম্পূর্ণ বিশ্রামে ছিলেন তিনি। হরমোনের ভারসাম্যের অভাবের কারণেই এই জটিলতা তৈরি হয়েছিল বলে জানান মীরা। অনেক লড়াইয়ের পর অবশেষে তাঁদের কোল জুড়ে আসে প্রথম সন্তান— মিশা। ২০১৫ সালে মীরা ও শাহিদের বিয়ে হয়। সম্প্রতি শাহিদকে দেখা গিয়েছে ‘দেবা’ ছবিতে।
আরো পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন সয়াবিনের দোপেঁয়াজা
Image source-Google