ওয়াকফ প্রসঙ্গকে ঘিরে চলমান অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। শনিবার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দায়ের করা মামলার শুনানির পর, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়।
আদালত জানায়, ১৭ এপ্রিল পর্যন্ত মুর্শিদাবাদের আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই সুতি, সামশেরগঞ্জ ও ধুলিয়ান এলাকায় বাহিনী পৌঁছেছে। এবার গোটা জেলাতেই নজরদারির জন্য মোতায়েন করা হবে বাহিনী।
শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে আইনজীবী দাবি করেন, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর মন্তব্য অশান্তি উসকে দিতে পারে এবং জেলা প্রশাসন BSF-কে কাজ করতে দিচ্ছে না। তিনি আরও জানান, আমতলা থানায় গ্রেপ্তার পরবর্তী অস্থিরতা বাড়ছে, তাই অবিলম্বে সশস্ত্র বাহিনী নামানো জরুরি।
এই যুক্তির পরিপ্রেক্ষিতে বিচারপতি সৌমেন সেন জানতে চান, “আপনারা কোন কোন জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করছেন?” জবাবে শুভেন্দুর আইনজীবী বলেন, “আমরা এবং পুলিশ উভয়েই তা জানি।”
অন্যদিকে, রাজ্যের আইনজীবী পাল্টা যুক্তি তুলে ধরে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইতিমধ্যে ১৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উচ্চ পদমর্যাদার পুলিশ আধিকারিকরা মাঠে রয়েছেন। আদালতের কাছে তিনি বলেন, “আমাদের প্রশাসন অদক্ষ নয়, বরং দক্ষভাবে কাজ করছে।”
তৃণমূল সাংসদ ও রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভিডিও কলে যুক্ত হয়ে জানান, “বিএসএফের ৬ কোম্পানি ও ১০০০ জন পুলিশ আগে থেকেই মোতায়েন রয়েছে। আইজি, ডিআইজি পর্যায়ের অফিসাররা এলাকায় রয়েছেন। শুভেন্দু অধিকারীর মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
তবে সব শুনে বিচারপতি সৌমেন সেন বলেন, “আদালত নির্দিষ্ট কাউকে রক্ষা করার জন্য নয়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। অতীতে ভোট-পরবর্তী হিংসার সময়েও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল এই আদালত।”
তিনি আরও বলেন, “যেখানে যেখানে প্রয়োজন হবে, রাজ্য চাইলে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিতে পারবে। আদালত চুপচাপ থাকতে পারে না। অপরাধীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং শান্তি ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য।”
আরও পড়ুন: Rimjhim Mitra: বন্ধুর জায়গায় নিজেকে দেখতে কেমন লাগছে রিমঝিমের?