সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি (SSC Scam) হারিয়েছেন। এই রায় ঘোষণার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, তিনি যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীদের পাশে থাকবেন এবং তাদের জন্য স্বেচ্ছাশ্রমের সুযোগও দেবেন। তবে এই ঘোষণার পর থেকেই রাজ্যে চাকরি হারানোদের মধ্যে আন্দোলনের ঢেউ উঠতে শুরু করেছে। বিশেষত কলকাতা (Kolkata) শহরের রাজপথে এই আন্দোলন এখন ক্রমশ তীব্র হয়ে উঠেছে।
চাকরি হারানো শিক্ষকরা নানা সময় ধরে তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন। সাম্প্রতিককালে একাধিক বিক্ষোভের সাক্ষী হয়েছে কলকাতা। এরই মধ্যে, চাকরি হারানো শিক্ষকরা ফের রাজপথে আন্দোলন করার পরিকল্পনা নিয়েছেন। তাঁরা বৃহস্পতিবার শিয়ালদহ থেকে রানি রাসমণি রোড পর্যন্ত এবং শুক্রবার সল্টলেকের এসএসসি ভবনের দিকে মহামিছিলের আয়োজন করেছেন। যদিও, এই মিছিলের জন্য এখনও পর্যন্ত পুলিশি অনুমতি পাওয়া যায়নি।
বুধবার সন্ধ্যায় শহিদ মিনারের সামনে সংবাদমাধ্যমের সামনে এক প্রতিনিধি মেহবুব মণ্ডল জানান, ২৫,৭৫২ জন শিক্ষক-শিক্ষাকর্মী একত্রিত হয়ে বৃহস্পতি ও শুক্রবার দুই দিন ধরে মিছিল করবেন। তাঁরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই মিছিলে কোনও রাজনৈতিক নেতার অংশগ্রহণ তারা চান না। “যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ”-এর পক্ষ থেকে বলা হয়েছে, তারা পুলিশকে জানিয়ে দেবে, তবে কোনো অনুমতি তারা নেবেন না, কারণ পূর্বে পুলিশের পক্ষ থেকে তাদের কোনো অনুমতি দেওয়া হয়নি।
এই আন্দোলনের মাধ্যমে চাকরি হারানো শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করছেন। তাদের দাবি, সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের চাকরি পুনঃস্থাপনের ব্যবস্থা করা হোক। সরকারের কাছে তাদের দাবি পূরণের জন্য একটি পরিষ্কার এবং যথাযথ পদক্ষেপের আশা করছেন তারা।
আরও পড়ুন: BJP:মুখ্যমন্ত্রীর অক্সফোর্ডে মন্তব্যকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের তীব্র সমালোচনা!