রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।বুধবার দুর্গাপুরের বিধাননগর সান্টোস ক্লাবের মাঠে প্রাতঃভ্রমণে এসে তিনি এই মন্তব্য করেন।দিলীপ ঘোষ বলেন,-“সিদ্দিকুল্লা চৌধুরীর মতো লোককে আফস্পা আইনে জেলে ভরা উচিত।এক নম্বরের দেশদ্রোহী একটা, সাম্প্রদায়িক লোক। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোকেদের কাঁধে চড়ে ক্ষমতায় এসেছেন, আর তাই এদের কিছু বলার হিম্মত নেই। একদিন এদের সবার হিসাব হবে।”
ওয়াকফ সংশোধনী আইন প্রসঙ্গে দিলীপবাবু বলেন,-“রাজ্যে মুসলমানদের একাংশ তৃণমূলের বদান্যতায় ওয়াকফ সম্পত্তি লুটেপুটে খাচ্ছে। ওয়াকফ সংশোধনী আইন পাশ হওয়ায় তাদেরই গায়ে জ্বালা ধরেছে। যে উদ্দেশে কিছু সজ্জন ব্যক্তি সম্পত্তি দান করেছিলেন তা সাধিত হচ্ছে না। নতুন আইনের ফলে গরিব মুসলিমরা ওয়াকফ সম্পত্তির সুবিধা পাবেন।”
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন,-“অভিষেক তো বলেছিলেন পুলিশের গাড়ি জ্বালালে কপালের মাঝখানে নাকি গুলি করতেন, আজ ওনার রক্ত ঠান্ডা হয়ে গেছে।দম থাকে তো মুর্শিদাবাদে গিয়ে গুলি চালাও। তোমরা সব কাপুরুষ। ভদ্র – শান্তিপ্রিয় লোকেদের চমকাও। তোমাদের দম নেই, তাহলে কালকে সিংহাসন টলে যাবে। ভিখারি হয়ে যাবে। রাস্তায় নেমে আসবে।”
তৃণমূলের দুই বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়ের সাম্প্রতিক বিতর্ক নিয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন,-“আমরা বলেছিলাম, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলে সবাই চোর। এখন শুধু আমরা বলছি না, তৃণমূলের লোকেরাই বলে দিচ্ছে ওরা সবাই চোর। শুধু বললে হবে না, সবার বিচার হবে। সবার নাম আসবে, কান টানলেই মাথা আসবে।”দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতির আক্রমণ শাসক দলের অস্বস্তি আরও বাড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আরো দেখুন:Bratya Basu:’সর্প হয়ে দংশন করো,ওঝা রূপে ঝাড়ো’, ব্রাত্যর নিশানায় অভিজিৎ!ফের বৈঠকের আশ্বাস