বুধবার কসবায় ডিআই অফিসে চাকরিহারাদের ওপর লাঠিচালনার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ভেস্তে দেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।এ নিয়ে কড়া সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।এরপরই ব্রাত্য তাঁর ‘রাজনীতি’ তত্ত্বকেই হাতিয়ার করে পাল্টা কটাক্ষ করলেন প্রাক্তন বিচারপতিকে।প্রশ্ন তোলেন,কসবার ঘটনায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ জানানোর যুক্তিতে বিকাশভবনের বৈঠক বাতিল করা কি আসলে ‘রাজনীতির ঊর্ধ্বে’ উঠতে না পারারই প্রমাণ।
অভিজিতের অনুপস্থিতি নিয়ে ব্রাত্য বলেন,-উনি নিজেই চিঠি দিতে চেয়েছিলেন,অথচ এলেন না।শিক্ষা দফতর যেহেতু আইনশৃঙ্খলার সঙ্গে যুক্ত নয়,তাই কসবার ঘটনা কারণ হতে পারে না।তাঁর আরও প্রশ্ন,-বিকাশভবনে না এসে এসএসসি দফতরে কেন গেলেন অভিজিৎ।রাজনৈতিক কারণেই তিনি পিছিয়ে এলেন কিনা,সেই প্রশ্নও তোলেন ব্রাত্য।এমনকি, পুরনো পল্লিগান টেনে এনে অভিজিৎকে ‘সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো’ বলেও কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী।তবে এই চাপানউতোরের মধ্যেই ব্রাত্য জানান,-চলতি সপ্তাহেই চাকরিহারাদের সঙ্গে ফের বৈঠকে বসতে পারে রাজ্য।
এসএসসি চেয়ারম্যান সহ শিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা সেই বৈঠকে উপস্থিত থাকবেন।যদিও তার আগেই রাজ্যের বিভিন্ন ডিআই অফিসগুলিতে বিক্ষোভের জেরে উত্তেজনা তৈরি হয়েছে।ব্রাত্যর বক্তব্য,-সরকার যখন যোগ্য প্রার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং শনিবার বৈঠকের দিন স্থির হয়েছে,তখন এই মুহূর্তে আন্দোলন করা অর্থহীন।তিনি চাকরিহারাদের ধৈর্য ধরার অনুরোধ জানান।
আরো দেখুন:Rupanjana Mitra: কলকাতার রাস্তায় দুর্ঘটনা নিয়ে কি বললেন রূপাঞ্জনা মিত্র?