অনন্যা পাণ্ডে (Ananya Pandey) ও আদিত্য রায় কপূরের প্রেমের সম্পর্কের ইতি ঘটেছিল প্রায় দুই বছর আগে। বিচ্ছেদের সিদ্ধান্তটি আদিত্যর ছিল, যা অনন্যার জন্য মানসিকভাবে বেশ কঠিন ছিল। সম্পর্ক ভাঙার পরে একাকীত্ব কাটাতে তিনি নিজের পোষ্যের সঙ্গেই সময় কাটাতেন এবং ধীরে ধীরে নিজেকে সামলে নেন।

এই সময়েই অনন্যা নতুন সম্পর্কে জড়ান মুকেশ অম্বানীর সংস্থা ‘বনতারা’-র কর্মী ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে। ওয়াকার প্রায়শই অনন্যার পোস্টে মন্তব্য করেন এবং তাঁর সাফল্য উদযাপন করেন। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু আচমকাই ফের আলোচনায় উঠে আসেন অনন্যার প্রাক্তন প্রেমিক আদিত্য।

সম্প্রতি, অনন্যা (Ananya Pandey) তাঁর নতুন ছবি ‘কেসরি চ্যাপ্টার ২’-এর প্রথম ঝলক প্রকাশ করেছেন, যেখানে তাঁকে আইনজীবীর ভূমিকায় দেখা যাচ্ছে। এই পোস্টারটি লাইক করেছেন আদিত্য রায় কপূর, যা নেটিজেনদের নজর এড়ায়নি। অতীতের সম্পর্কের সমাপ্তির পরও তিনি হঠাৎ অনন্যার জীবনে আগ্রহ দেখানোয় নানা প্রশ্ন উঠেছে—তবে কি পুরোনো সম্পর্ক পুনরায় জোড়া লাগার সম্ভাবনা রয়েছে?

আপাতত, এই বিষয়টি নিয়ে আলোচনা চললেও সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, তা সময়ই বলে দেবে।

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *