বহুরূপীর পর এবার সৃজিতের কিলবিল সোসাইটিতে দেখা যাবে কৌশানি মুখোপাধ্যায়কে (Kaushani Mukherjee)। এ যেন তার অভিনয় জীবনের নতুন জন্ম। সৃজিতের সাথে তার অভিনয় করার অভিজ্ঞতা কেমন জানতে চাইলে তিনি বলেন পরিচালক তার আসল চেহারাই রাখতে চেয়েছিল সিনেমায়। তাই মেকআপ তো দূরের কথা, আইব্রো করতে দেননি তাকে। আবার এটাও বলেন পরিচালক হিসেবে খুঁতখুঁতে সৃজিত। তিনি চরিত্র থেকে যা চাইছেন তা বের না করে আনা পর্যন্ত শান্তি পান না।
রাজ চক্রবর্তীর আবার প্রলয় সিরিজের হাত ধরেই নিজের অভিনেত্রী সত্তার পুনর্জন্ম হয়েছে বলেই জানিয়েছেন কৌশানি মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)। তিনি এদিন বলেন, ‘ফোন না ধরা, সময় জ্ঞান না থাকা, রাত জেগে থাকা, দেরিতে ঘুম থেকে ওঠা, আমার বিষয়ে লোকে আগে যা যা জানত তার সঙ্গে এই আমার কোনও মিল নেই। নিজেকে বদলে ফেলেছি। এখন স্ক্রিপ্ট পেলেই নিজেকে সব দিক থেকে তৈরি করে ফেলছি যাতে আমাকে নিয়ে কারও কোনও অভিযোগ না থাকে। বেশি ফোকাসড এখন কাজের প্রতি।’
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু মুড়ি ঘন্ট
Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *