২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে ভারতে পাকিস্তানি শিল্পীদের এই দেশে আসা বন্ধ হয়ে যায়। সাংস্কৃতিক আদান-প্রদান পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কারণে থমকে যায় শিল্প। একসময় পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রী ও সংগীতশিল্পীরা নিয়মিত ভারতে কাজ করতেন, কিন্তু দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে সেই যাত্রা থেমে যায়। পাকিস্তানি অভিনেতাদের মধ্যে খুব কম সময়ে ভারতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করা নাম ফওয়াদ খান (Fawad Khan)। মাত্র দুটি বলিউড সিনেমায় অভিনয় করেই দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। দীর্ঘ নয় বছর পর আবারও বলিউডে ফিরছেন তিনি। তাহলে কি নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে?
ফওয়াদ খানকে শেষবার ২০১৬ সালে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে দেখা গিয়েছিল। ভারতে তাঁর অনুপস্থিতি হতাশ করে তাঁর মহিলা অনুরাগীদের। নিষেধাজ্ঞার জন্য থমকে যায় তার বলিউড ক্যারিয়ার। তবে এবার ‘আবির গুলাল’ ছবিতে বাণী কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন ফওয়াদ (Fawad Khan)। ছবির প্রথম ঝলক ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তবে শুটিং বা ভবিষ্যতে ছবির প্রচারের জন্য তিনি ভারতে আসতে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
আরো পড়ুন: BJP: নতুন সর্বভারতীয় সভাপতি পাচ্ছে বিজেপি
Image source-Google