হৃতিক রোশন ও কঙ্গনা রনৌতের বিরোধ সকলেরই জানা। একসময় তাঁদের মধ্যে প্রকাশ্যে তীব্র বাকযুদ্ধও হয়েছিল। শোনা যায়, ‘কৃষ ৩’ ছবির শুটিংয়ের সময় তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল এবং ই-মেলের মাধ্যমে দীর্ঘদিন কথোপকথন হয়েছিল। যদিও হৃতিক এই দাবি অস্বীকার করেছিলেন। তাঁদের এই বিতর্ক আইনি পর্যায়েও গড়ায়।

কিন্তু পুরনো সেই বিবাদ ভুলে কি এবার একসঙ্গে কাজ করতে চলেছেন হৃতিক ও কঙ্গনা?

অভিনয়ের পর এবার পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন হৃতিক রোশন। তিনি ‘কৃষ ৪’ ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন। খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন। ‘কৃষ’ ও ‘কৃষ ৩’ ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করা প্রিয়ঙ্কা চোপড়াও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সমাজমাধ্যমে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন, যা দেখে অনুরাগীদের দাবি, নতুন ছবিতেও যেন প্রিয়ঙ্কাই থাকেন।

শুধু প্রিয়ঙ্কাই নয়, অনেক অনুরাগী কঙ্গনাকেও ‘কৃষ ৪’-এ দেখতে চান। ‘কৃষ ৩’ ছবিতে কঙ্গনা কায়া নামের এক গুরুত্বপূর্ণ খল চরিত্রে অভিনয় করেছিলেন। হৃতিক ও কঙ্গনার রসায়নও তখন বেশ জনপ্রিয় হয়েছিল। এক অনুরাগী প্রশ্ন তুলেছেন, “এই ছবিতেও কি কায়াকে দেখা যাবে?” অন্য একজন পরামর্শ দিয়েছেন, “পুরনো সমস্যাগুলো মিটিয়ে ফেলুন, আমরা কায়াকে আবার দেখতে চাই।”

‘কৃষ ৪’ ছবির ঘোষণা আগেই হয়েছিল, তবে মুক্তির তারিখ এখনো ঠিক হয়নি। শোনা গিয়েছিল, এই ছবিতে শ্রদ্ধা কপূর নায়িকার ভূমিকায় থাকতে পারেন, তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ছবির অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন, সেটাও জানা যায়নি। রাকেশ রোশন জানিয়েছেন, এবার ছবিটি পরিচালনা করবেন হৃতিক নিজেই।

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *