রাস্তায় বসে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করেছেন মেরঠ পুলিশ। আর এরই বিরুদ্ধে মুখ খুলেছেন কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি। বিভিন্ন কৌতুকানুষ্ঠানে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন তিনি। এরজন্য জেলেও যেতে হয়েছে তাকে। এবার রাস্তার ধারে নমাজ পড়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন তিনি।
মুনাওয়ার (Munawar Faruqui) একটি প্রতিবেদন ভাগ করে নিয়েছেন তাঁর সমাজমাধ্যমে। প্রতিবেদনে বলা হয়েছে, “রাস্তার ধারে নমাজ পাঠে করা যাবে না, সাবধান করেছে মেরঠ পুলিশ। নিয়ম লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। এমনকি পাসপোর্ট ও চালকের লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হবে।” রমজানের শেষ শুক্রবারেই এই নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন উঠেছে। মুনাওয়ার প্রশ্ন তুলেছেন, “৩০ মিনিটের নমাজের জন্য এত কিছু? এ বার থেকে কি ভারতের রাস্তায় কোনও উৎসবই হবে না?”
কৌতুকশিল্পীর অসংখ্য অনুরাগী। তাঁরাও মুনাওয়ারের (Munawar Faruqui) এই বক্তব্যে সমর্থন জানিয়েছেন। অন্য দিকে, কটাক্ষের শিকার হতে হয়েছে মেরঠ পুলিশকে।
আরো পড়ুন: Toy Train: কর্শিয়াংয়ে চালু টয়ট্রেনের লোকো শেড
Image source-Google