আগামী বছরেই বিধানসভা ভোট রাজ্যে।তার আগে রাজ্যে বিজেপির কর্মসূচিতে যোগদান করে ফের একবার হিন্দুদের সতর্ক করলেন দলের জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী।বৃহস্পতিবার সন্ধ্যায় নব ব্যারাকপুরের কৃষ্টি ভবনে বারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপির বসন্ত মিলন অনুষ্ঠানে তিনি বলেন,-এখনও ৯ শতাংশ হিন্দু আমাদের ভোট দেন না।এবার ওরা জিতে এলে কিন্তু নির্বংশ করে দেবে।এদিন অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মিঠুন চক্রবর্তী।এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষসহ বারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন মন্ডলের বিজেপি নেতাকর্মী সমর্থকেরা।সভা মঞ্চ থেকে এদিন মিঠুন চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশ ট্রেলার দেখিয়ে দিয়েছে। যদি না জিততে পারেন তাহলে পশ্চিমবাংলায় হিন্দু বাঙালি বলে কেউ থাকবে না। অন্য দলের হিন্দুরা কী করবেন, না – করবেন আমরা জানি না। কিন্তু বিজেপির হিন্দু বাঙালিরা থাকবে না, এটা কিন্তু মনে করে চলবেন। এরা তৈরি হয়ে বসে আছে, আবার যদি জিতে আসি, নির্বংশ করে দেব। সেজন্য কিছু না ভেবে জিতুন।’

তিনি বলেন, ‘আমি কিন্তু বলি, গর্ব করে বলো যে আমি সনাতনী। আমরা সনাতনী। যদি ভগবান সনাতনী হিসাবে জন্ম দিয়ে থাকেন তাহলে মরব সনাতন হিসাবে। কিন্তু অন্য হাতে ওই ভাবে মার খেয়ে মরব না।’সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এখনও ৯ শতাংশ হিন্দু ভোট দেয় না। আমি চিৎকার করে তাঁদের অনুরোধ করছি, এবার ভোট দিন। বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের। এর পর পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি থাকবে কি না তা নিয়ে আমার মনে প্রশ্ন আছে। খুব সাবধানে থাকুন। কারণ যে সব মিটিং চলছে সেগুলো আপনারা খবর রাখেন না। প্রকাশ্যে সেটা বলতে পারব না। বিজেপি বিরোধী দলগুলো যে মিটিং করছে শুনলে গায়ে কাঁটা দেবে। কিছুদিন পর সব বেরিয়ে যাবে মার্কেটে। ৯ শতাংশ হিন্দুকে অনুরোধ করছি। বেরিয়ে আসুন, ভোট দিন। এটা আমাদের অস্তিত্বের লড়াই।’

প্রসঙ্গত,বিশেষজ্ঞদের মতে আসন্ন ছাব্বিশের নির্বাচনে বিজেপির অস্ত্র হচ্ছে ‘হিন্দুত্ব’।হিন্দুদের অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে সমস্ত হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বঙ্গ বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের পর রামনবমীর আগে এবার সেই একই সুর শোনা গেল বিজেপির বর্ষীয়ান তারকা নেতা মিঠুন চক্রবর্তীর গলাতেও।এখন ২৬ এর ভোটে কি হয় সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *