শিয়ালদহ শাখার (Sealdah Train) লোকাল ট্রেনগুলোতে মহিলা যাত্রীদের জন্য বাড়তি কামরা বরাদ্দ করা হচ্ছে। মহিলাদের সংখ্যা বৃদ্ধির কারণে প্রতিটি ট্রেনে পূর্বে বরাদ্দ দুটি কামরা বাড়িয়ে তিনটি করা হচ্ছে।

বুধবার থেকে শিয়ালদহ ডিভিশনের (Sealdah Train) সমস্ত লোকাল ট্রেনে (Local Train) এই নতুন ব্যবস্থা চালু হবে। এই পদক্ষেপের মাধ্যমে মহিলারা আরও নিরাপদে যাতায়াত করতে পারবেন এবং যৌন হয়রানির ঝুঁকি কমবে, এমনটাই জানাচ্ছে পূর্ব রেল।

শিয়ালদহ ডিভিশন (Sealdah Division) জানিয়েছে, পূর্বে প্রতিটি ট্রেনের সামনে এবং পিছনে দুটি কামরা মহিলাদের জন্য নির্ধারিত ছিল, কিন্তু এখন সেই সংখ্যাটা বাড়িয়ে তিনটি করা হচ্ছে। নতুন ব্যবস্থায়, সামনে এবং পিছনের তৃতীয় কামরার অর্ধেক অংশও মহিলাদের জন্য বরাদ্দ হবে। এর মধ্যে থ্রি ফেজের নতুন রেকের ভেন্ডার কামরার অর্ধেকটি মহিলা কামরায় পরিণত করা হয়েছে, যা আগে সাধারণ কামরা ছিল।

 

শিয়ালদহ ডিভিশনের সূত্রে খবর, মোট ৯৫০টি ট্রেনের মধ্যে ২৫০টি ট্রেন থ্রি ফেজ নতুন রেক। এই নতুন বণ্টন শুধুমাত্র এই নতুন রেকের মধ্যে কার্যকর হবে। মহিলাদের জন্য নির্ধারিত কামরায় পুরুষ যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শিয়ালদহ ডিভিশন, যা ভারতের ব্যস্ততম রেলওয়ে জংশনগুলোর মধ্যে অন্যতম, সেখানে প্রতিদিন গড়ে ১৫-১৮ লক্ষ যাত্রী যাতায়াত করেন, যার মধ্যে অনেক মহিলা যাত্রী নিয়মিত চলাচল করেন। মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, অতিরিক্ত মহিলা কোচের প্রয়োজনীয়তা অত্যন্ত তীব্র হয়েছে। এখন থেকে নতুন ১২ বগির ইএমইউ ট্রেনে তিনটি মহিলা কামরা থাকবে। এই নতুন ব্যবস্থা ট্রেনে যাত্রীদের চাপ কমাবে এবং রেল পরিচালনার মান উন্নত করবে, এমনটাই দাবি পূর্ব রেলের। মহিলাদের জন্য অতিরিক্ত কোচ থাকলে যাতায়াত আরো নিরাপদ হবে এবং যৌন হয়রানির আশঙ্কা অনেকটাই কমে যাবে বলে জানানো হয়েছে।

 

আরও পড়ুন:Recipe: আপনাদের শেখাবো নারকেল আইসক্রিমের রেসিপি

By Sk Rahul

Senior Editor of Newz24hours

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *