“যা করেছেন, ঠিক করেছেন” তৃনমূল কর্মীদের হুমকি দিলেও, দিলীপের পাশেই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। তবে দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে বেশ চাঁচাছোলা মন্তব্যই শোনা গিয়েছে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মুখে।
দিন কয়েক আগেই খড়্গপুরে একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতিকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়দের একাংশ। দিলীপ ঘোষের অভিযোগ এই বিক্ষোভের নেপথ্যে ছিল তৃণমূল। মঙ্গলবার দিলীপ ঘোষ প্রসঙ্গে বলতে গিয়ে খড়্গপুরের সেই ঘটনার উল্লেখ করেন হুমায়ুন। তিনি বলেন, “দিলীপ ঘোষ যা করেছেন ঠিক করেছেন। আমি হলেও তাই করতাম। আমাকে ঢিল ছুঁড়লে আমি কি রসগোল্লা দেব।”
খড়্গপুরে সেদিন একটি কর্মসূচিতে গিয়ে স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। গাড়ির সামনে বসে পড়তে দেখা গিয়েছিল বেশ কয়েকজন মহিলা-পুরুষকে। কয়েকজনের সঙ্গে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় পর্যন্ত হয়েছে বিজেপি নেতার। সেদিন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের বেশ কিছু মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। যদিও হুমায়ুন কবীর এক্ষেত্রে দিলীপ ঘোষের পাশেই দাঁড়িয়েছেন।
দিলীপ ঘোষের প্রশংসা করলেও শুভেন্দু অধিকারী সম্পর্কে ফের বিষোদগার করেছেন হুমায়ুন কবীর। তিনি বলেন, “২০১৫ সালের আগে কেউ বোঝেনি, দিলীপ ঘোষ উল্লেখযোগ্য নেতৃত্বের ভূমিকা পালন করবেন। ২০১৬-তে নির্বাচন ফেস করে খড়্গপুরের মত জায়গায় আমাদের ১০ বারের এমএলএ জ্ঞানসিং সোহমপালকে হারিয়ে তিনি জিতেছিলেন। ২০১৯-এও জিতে সাংসদ হয়েছিলেন। ‘২৪-এ তাঁর জেতা সিট থেকে শুভেন্দুরা চক্রান্ত করে পূর্ব বর্ধমানে পাঠিয়ে দিল। শুভেন্দু অধিকারী চক্রান্ত করতে খুব ভালোবাসে। ২০১৬ সালে আমাকেও শুভেন্দু চক্রান্ত করে তৃণমূলের টিকিট পেতে দেয়নি।”