মঙ্গলবার একের পর এক বিষয়ে বিস্ফোরক অভিযোগ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।মার্কিন ধনকুবের জর্জ সোরসের টাকায় গত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করেছিল কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। মঙ্গলবার এমনই অভিযোগ তুলে কংগ্রেসকে বিশ্বাসঘাতক বলে আক্রমণও শানালেন যোগী আদিত্যনাথ।মঙ্গলবার যোগী আদিত্যনাথ বলেন, “লোকসভা নির্বাচনে শুধুই প্রোপাগান্ডা চালিয়েছে কংগ্রেস। মিথ্যে প্রচার করেছে। শুধু তাই নয়, এর নেপথ্যে রয়েছে বিদেশি অনুদান। অনেক আগেই জর্জ সোরস সেকথা ঘোষণা করেছিলেন। দেশজুড়ে বিগত লোকসভা নির্বাচনে বিদেশি অর্থ দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা চলেছে। তাতে কংগ্রেস ও ইন্ডি জোটের নেতারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এটা দেশদ্রোহিতার আওতায় পড়ে।”
কমেডিয়ান কুণাল কামরা ইস্যুতেও মুখ খুললেন যোগী আদিত্যনাথ। কৌতুকশিল্পীর সমালোচনাই করতে শোনা গেল তাঁকে। কুণালকে কটাক্ষ করে তাঁর কথায়, কিছু লোক বাক স্বাধীনতাকে দেশভাগ করার জন্মগত অধিকার হিসেবে গণ্য করেন। যোগী বলেন, “বাক স্বাধীনতার অধিকারকে কেউ ব্যক্তিগত আক্রমণ করার কাজে লাগাতে পারেন না। এতে বিভাজন আরও বাড়ে।”৪ শতাংস সংখ্যালঘু সংরক্ষণ কোটা বিল নিয়েও কংগ্রেসের সমালোচনা করেন যোগী আদিত্যনাথ। কর্ণাটকের সরকার বাবাসাহের ভীমরাও আম্বেদকরের সংবিধানের অপমান করছে বলেও দাবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর।
যোগী বলেন, “ধর্মের ভিত্তিতে সংরক্ষণ আসলে সংবিধানের অপমান।১৯৭৬ সালে সংবিধানে কোন ভুলটা ওরে করেনি।ডি কে শিবকুমার যা বলছেন তা আসলে কংগ্রেসের ঔদ্ধত্য থেকেই বলছেন।”এদিন উত্তরপ্রদেশ সরকারের ‘দাবাং’ নীতি নিয়ে প্রশ্ন করা হলে প্রশাসনের ভূয়সী প্রশংসাও করতে দেখা গেল যোগী আদিত্যনাথকে। তিনি বলেন, “লাঠি শুধু মা বোন বা ব্য়বসায়ীদের রক্ষা করার জন্যই নয়, বরং মাফিয়া ও গুন্ডাদের সবক শেখানোর জন্যেও। এটা দাবাং স্টাইল নয়, এটাই আমার ভদ্রতা।”