বেলগাছিয়া ভাগাড়ে ধসকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি।এরমধ্যে ৯৬টি পরিবারকেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ঘর করে দেওয়া হবে বলে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও জানা গিয়েছে, হাওড়ার বড় নিকাশি নালা ও রাস্তা তৈরির দায়িত্ব নিয়েছে কেএমডিএ।নিউটাউনে পুর আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করেন কলকাতার মেয়র।
প্রসঙ্গত,জল নেই,বিদ্যুৎ নেই,বাড়ির দেওয়ালে চওড়া হচ্ছে ফাটল।এরই মধ্যে ভেঙে পড়েছে একটি বাড়ি।আতঙ্কের প্রহর গুনছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা।অনেকেই বাড়ি ছেড়ে রওনা দিচ্ছেন নতুন ঠিকানায়।এহেন পরিস্থিতি মঙ্গলবার এই নিয়ে বৈঠক করেন ফিরহাদ হাকিম।বস্তুত,হাওড়া পুরসভায় বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরেই পুরভোট হয়নি। এই বিপর্যয়ের পর হাওড়ার দায়িত্ব পুর ও নগরোন্নয়ন দপ্তরের সে কথা নিজে বলেছিলেন ফিরহাদ।তারপর মঙ্গলবার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।শেষে ফরিহাদ বলেন, “৯৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বাংলার বাড়ির ঘর বানিয়ে দেওয়া হবে। এক-দেড় বছর সময় লাগবে।”
পাশাপাশি হাওড়ার বড় নিকাশি নালা, বড় রাস্তা তৈরি করবে কেএমডিএ। ছোট, ছোট কাজগুলি ও রক্ষণাবেক্ষণ করবে হাওড়া পুরসভা। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ বলেন, “পানিহাটির মতো হাওড়ায় বড় রাস্তা, নিকাশি নালা তৈরি করবে কেএমডিএ। পাশাপাশি ভাগাড় নিয়ে সিদ্ধান্ত, বাংলার বাড়ি সব কিছুই কলকাতা পুরসভা করবে।” এদিকে ভাগাড়ের মাটির পরীক্ষা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ দল। সেই রিপোর্ট আসার পর ভাগাড় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন মেয়র।দিনকয়েক আগে হাওড়ার বেলগাছিয়ায় ধস নামে। ফেটে যায় পাইপ লাইন। ফাটল দেখা যায় আশেপাশে জবরদখল করে থাকা বাড়িগুলিতে। রাস্তাতেও ফাটল ধরে। বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে যায়। সেই সমস্যার সুরাহায় বৈঠক করেন ফিরহাদ।
আরো দেখুন:Mamata Banerjee:’বামেদের নয়,এটা দিদির নতুন বাংলা’,লন্ডনে শিল্পপতিদের মুখে মুখ্যমন্ত্রী’র জয়জয়কার!