পানিহাটিতে শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাদের ওপর একের পর এক হুমকির ঘটনা ঘটছে।জানা গিয়েছে, পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান সহ তিন কাউন্সিলরকে হুমকি ফোন! সম্প্রতি পুর চেয়ারম্যান পদে শপথ নিয়েছেন সোমনাথ দে। আর এর মধ্যেই একের পর এক শাসকদলের কাউন্সিলরের কাছে হুমকি ফোন। শুধু তাই নয়, কথা মতো কাজ না করলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে। এমনকী পরিবারের সদস্যদেরও ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি।ইতিমধ্যেই স্থানীয় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিন কাউন্সিলার।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ এবং ঘোলা থানার পুলিশ। যে নম্বর থেকে ফোন এসেছে সেটিকে খতিয়ে দেখা হচ্ছে। যা খবর, তাৎপর্যপূর্ণ ভাবে একই নম্বর থেকেই পুরসভার ভাইস চেয়ারম্যান সহ তিন কাউন্সিলরকে হুমকি দেওয়া হচ্ছে।আর এহেন হুমকি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও বিষয়টিকে বিশেষ আমল দিতে নারাজ পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ । অন্যদিকে এহেন হুমকি ফোন প্রসঙ্গে বিজেপির অভিযোগ, নিজেদের দলের গোষ্ঠী কোন্দল ছাড়া আর কিছু নয়। এমনকী নিরাপত্তা বাড়ানোর জন্যেও এহেন নাটক করা হচ্ছে বলেও অভিযোগ বঙ্গ বিজেপির।জানা যায়, গত শনিবার ঘটনার সূত্রপাত। পানিহাটির ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে প্রথম ফোন করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কথা মেনে কাজ না শুনলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সেই রেশ কাটতে না কাটতেই তাপস দে’কেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যিনি ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর। এর মধ্যেই পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীকেও দুষ্কৃতীরা প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। এমনকী ফোনে পানিহাটির বিধায়ককে মেরে ঝুলিয়ে দেওয়া হবে বলেও অভিযোগ।
এক সঙ্গে তিন কাউন্সিলারকে এহেন ‘দেখে নেওয়া’র হুমকি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। তাৎপর্যপূর্ণ ভাবে একটি নম্বর থেকেই এহেন হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। শুধু তাই নয়, পানিহাটি পুরসভার চেয়ারম্যান বদলেরর পর থেকেই এই হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ শাসকদলের। আর তা নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও তীর্থঙ্কর ঘোষ এই বিষয়টি নিয়ে মোটেই চিন্তিত নন বলে জানিয়েছেন। তাঁর কথায়, এমন হুমকির মধ্যে দিয়েই রাজনীতি করে উঠে এসেছি। ফলে এই সব করে নেতৃত্বকে ভয় দেখানো যাবে না বলে দাবি বিধায়ক পুত্রের।পুলিশের তরফে বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ফোন নম্বর ট্রাক করা হচ্ছে। সাহায্য নেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের।