মেয়ে নাকি প্রথাগত সুন্দরী নয়, এমনটাই বললেন অপর্ণা সেন (Aparna Sen)। হঠাৎ কঙ্কনাকে নিয়ে কেনো এমন মন্তব্য করলেন তিনি? আমাদের মধ্যে অনেকেরই ধারণা অভিনেত্রী মানেই তাকে সুন্দরী হতে হবে। কিন্তু ভারতে এমন বহু অভিনেতা আছেন যাঁদের সঙ্গে এই তথাকথিত সুন্দর তকমা যায় না হয়তো, কিন্তু তাঁদের অভিনয় বারেবারে নজর কেড়েছে। সেই বিষয়েই তিনি নিজের মেয়ের প্রসঙ্গও তুলে আনেন।
এদিন অপর্ণা সেন (Aparna Sen) আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘কঙ্কনা তো সেই অর্থে আমরা যে রকম বলি প্রথগত সুন্দরী সেরকম তো নয়। কিন্তু সেদিন কে যেন কঙ্কনা সম্পর্কে বলল ও কঙ্কনা, সে যদি একটা ডিরেক্টরি গড়গড় করে পড়ে তাহলেও সে অভিনয় করছে। মানে এতই তার ট্যালেন্ট। অঞ্জন সেই জাতের অভিনেতা। ট্যালেন্ট এত বেশি।’
তিনি এদিন আরও বলেন, ‘আমাদের দেশে, আমাদের পোড়া দেশ অনেক দেরিতে বুঝেছে এগুলো। তবুও তো আমি বলব বম্বেতে ওম পুরী, মারা গেছেন এখন। ইরফান খান। দুজনেই চলে গেছেন। বা নাসিরউদ্দিন শাহ। এঁদের তো প্রথাগত সুন্দর চেহারা নয়। কিন্তু এঁদের মুখগুলো এত অভিব্যক্তিতে পূর্ণ, অভিনেতাদের যে ধরনের মুখ দরকার, একটা মোবাইল মুখ। যেখানে অনেক ধরনের অভিব্যক্তি খেলা করবে সেই ধরনের চেহারা।’
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন রসুনের ভর্তা
Image source-Google