কিছুদিন আগেই শুরু হয়েছে স্টার জলসার্বনতুন ধারাবাহিক “পরশুরাম আজকের নায়ক” এবং শুরুতেই টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। তবে ধারাবাহিকের একটি দৃশ্য নিয়ে জলঘোলা শুরু হয়েছে যেখানে দেখা যাচ্ছে স্বামী ও স্ত্রী একে অপরের থেকে কিছু লুকাচ্ছে। ধারাবাহিকের নায়িকা তৃণাকে জিজ্ঞাস করা হয় বাস্তবেও কি স্বামী-স্ত্রীর সম্পর্কে কিছু ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা উচিত? না কি সব কিছুই জলের মতো স্বচ্ছ থাকা দরকার? তৃণা (Trina Saha) বলে একজনের ১০০ শতাংশ কখনোই জানা সম্ভব নয়।

অভিনেত্রী বলেছেন, “একটা মানুষের পক্ষে তো সবটা জানা সম্ভব নয়। স্বামী-স্ত্রী শুধু নয়। বাবা-মায়েরাও আমাদের বিষয়ে তো সব কিছু জানেন না। সেটা সম্ভবই না। আমি মনে করি, কিছু বিষয় সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসা ভাল। আমারও এমনই ভাল লাগে। সব কিছু একেবারে জেনে ফেললে, আগ্রহও কমতে থাকে।”

স্বচ্ছতার প্রসঙ্গেও তৃণা (Trina Saha) বলেন, “কোনও কথা গোপন করা মানেই প্রতারণা করা নয়। সম্পর্কে স্বচ্ছতা অবশ্যই প্রয়োজন। কিন্তু একটা মানুষের সম্পর্কে ধাপে ধাপে জানতে পারলে তার সম্পর্কে আগ্রহ বাড়ে। আমরাও তো দিনের পর দিন উন্নত থেকে উন্নততর হই। আমাদের মানসিক বিকাশ হয়। একটা বয়সের পরে বাবা-মাকেও তো কত কথা বলা যায় না। তার মানে তো এই নয়, বাবা-মায়ের সঙ্গে আমরা প্রতারণা করছি।”

আরো পড়ুন: Aparna Sen: কঙ্কনা সুন্দরী নয়, কেনো বললেন অপর্ণা সেন?

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *