শুক্রবার সকালে লন্ডনের একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের অগ্নিকাণ্ডের কারণে হিথরো বিমানবন্দরে বিপর্যয় সৃষ্টি হয়েছে, যার ফলে বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় এবং বিমান চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। এই কারণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন (London) সফর পিছিয়ে গিয়েছে।
তিনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২২ মার্চ, শনিবার লন্ডন রওনা হওয়ার কথা ছিলেন, তবে এখন ২৪ মার্চ, সোমবার তিনি লন্ডন উড়ান করবেন বলে জানানো হয়েছে। এই বিষয়ে বিমান সংস্থার সঙ্গে রাজ্য সরকারের আলোচনা চলছে, যাতে সফরের সময় কিছুটা এগিয়ে আনা যায়।
অগ্নিকাণ্ডের কারণে হিথরো বিমানবন্দরের উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল এবং বিমান চলাচল রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়। এর ফলে মুখ্যমন্ত্রী মমতার সফরের সময়ও কমে যাচ্ছে।
তার সফরসূচি অনুযায়ী, ২৫, ২৬ এবং ২৭ মার্চ ব্রিটেনে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে, যার মধ্যে বাণিজ্য বৈঠক, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভাষণ এবং ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অন্তর্ভুক্ত। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২৮ মার্চ লন্ডন থেকে কলকাতার উদ্দেশে ফিরে আসার কথা ছিল, তবে নতুন সূচি অনুযায়ী ফেরার তারিখে কোনো পরিবর্তন হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন:RG Kar:আরজি করের নিহত তরুণী চিকিৎসকের ডেথ সার্টিফিকেট পেল পরিবার!