অনেক বছর মুখ দেখা বন্ধ ছিল শাহিদ ও করিনার। তার নেপথ্য কারণ ছিল তাদের সম্পর্কের বিচ্ছেদ। তবে সব ভুলে আবারও আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে এক হয়েছেন তারা। একে অপরের সাথে কথা বলেছেন, এমনকি দুজনকে উষ্ণ আলিঙ্গনরত অবস্থাতেও দেখা গেছে। আর এই পুরো বিষয়টা সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাদের অনুরাগীদের আনন্দের শেষ নেই। অনেকেই জব উই মেট ছবিটি নিয়ে নতুন করে ভাবছেন। তার সিক্যুয়েল আসবে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। এই প্রসঙ্গে কি বললেন জব উই মেট ছবির পরিচালক ইমতিয়াজ আলি? ইমতিয়াজের কথায়, “শাহিদ ও করিনার আবার দেখা হয়েছে এবং মানুষ আবার ‘জব উই মেট’ নিয়ে কথা বলছে। ভাল লাগছে বিষয়টা।” তিনি আরো বলেন, “শাহিদ বলেছিল, আমি জীবনে এগিয়ে গিয়েছি। কিন্তু আমি মনে করি, সকলেই এগিয়ে গিয়েছে। ‘জব উই মেট’ ছবির পরে অনেক দিন কেটে গিয়েছে।”

২০০৭-এর ছবির সিক্যুয়েল কি ২০২৭-এ মুক্তি পাবে? এই প্রসঙ্গে ইমতিয়াজ় বলেছেন, “আমাদের এই ছবির স্বাদটা বাঁচিয়ে রাখা উচিত। এর আর একটা সিক্যুয়েল নিয়ে এসে আসল ছবিটা খারাপ করার দরকার নেই। তাই শাহিদ ও করিনাকে নিয়ে আর কোনও ছবি করার কথা ভাবিনি আমি। তবে ওদের ফের দেখা হয়েছে। সেটা খুব ভাল কথা। ওরা দু’জনই অসাধারণ অভিনেতা। দু’জনের সঙ্গে কাজ করেই খুব ভাল লেগেছে।”

আরও পড়ুন: TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *