তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোটার তালিকা থেকে ‘ভূতুড়ে’ ভোটার তাড়ানোর যে পণ করেছেন, এবং তারপর গোটা তৃণমূল দল যেভাবে মাঠে নেমে কাজ শুরু করেছে, তার ফলেই নির্বাচন কমিশন তিনমাসের মধ্যে ভোটার তালিকার ত্রুটি সংশোধন করতে উদ্যত হয়েছে বলে দাবি রাজ্যের শাসকদলের।এই ঘটনাকে তৃণমূল নেতৃত্ব মমতার জয় হিসাবেই দেখছে।যদিও এই বিষয়কে কেন্দ্র করে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে।ভোটার লিস্টে কারচুপি করেই বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি,
নেতাজি ইন্ডোরের সভা থেকে এমনটাই অভিযোগ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি দলীয় কর্মী থেকে নেতাদের নির্দেশ দেন বুথ ধরে ভোটার লিস্ট মেলাতে হবে। গরমিল মিললেই প্রশাসনকে জানাতে হবে। এই বিষয়ে খতিয়ে দেখার জন্য একটি কোর কমিটিও করে দেন তিনি। তারপরেই তৎপর হয়েছে তৃণমূল কর্মী থেকে নেতা কিংবা মন্ত্রীরা। জেলা থেকে শহর চলছে ভোটার লিস্ট মেলানোর কাজ। গরমিল ধরাও পড়ছে বিস্তর। যেমন, উত্তরপ্রদেশের ভোটারের সঙ্গে পশ্চিমবঙ্গের ভোটারের এপিক নম্বর হবহু এক।
এইরকম নানা বিষয় নিয়ে গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে একটি বৈঠকও করেন কোর কমিটিতে থাকা সদস্যরা। যদিও সেদিন সেবাশ্রয় কর্মসূচি থাকার জন্য সেই কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকতে পারেননি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এবার গোটা বিষয়টি নিয়ে ভার্চুয়ালি বৈঠক করবেন অভিষেক। আগামী ১৬ মার্চ ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে ভার্চুয়াল বৈঠক করার কথা রয়েছে তাঁর। সেই বৈঠকে উপস্থিত থাকবেন জেলা সভাপতি ও চেয়ারম্যানরা। এই ভার্চুয়াল বৈঠকটি প্রথমে হওয়ার কথা ছিল মার্চ মাসের ১৫ তারিখে। কিন্তু সেদিন হোলি থাকায় একদিন পিছিয়ে ১৬ তারিখে বৈঠকটি রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিনই দুপুরে হবে বৈঠকটি।