নারী দিবসের আগে রেলের তরফে বড় উদ্যোগ। মহিলা আরপিএফ কর্মীদের হাতে এবার থেকে থাকবে লঙ্কার গুঁড়ো। আন্তর্জাতিক নারী দিবসে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। মহিলা আরপিএফ কর্মীদের হাতে লঙ্কার গুঁড়োর স্প্রে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছে মন্ত্রক। এর মূল উদ্দেশ্য হল, আপৎকালীন পরিস্থিতিতে নিজেদের রক্ষা করা এবং দুষ্কৃতীদের দমন করা।আসলে সবসময় পেপার স্প্রের মতো অস্ত্র সঙ্গে থাকলে মহিলা আরপিএফ বাহিনী আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন বলেও মত রেল আধিকারিকদের।নারী দিবসের প্রাক্কালে শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করা হয় রেলের তরফে। সেখানেই জানানো হয়, পেপার স্প্রে এমন একটি হাতিয়ার যেটি মারাত্মক নয়। কিন্তু অপরাধীকে পাকড়াও করার ক্ষেত্রে খুবই কার্যকরী হতে পারে। প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন বহু মহিলা। অনেকের কোলে থাকে সন্তান। আরপিএফের হাতে পেপার স্প্রে থাকলে মহিলা যাত্রীদের নিরাপত্তায় তাঁরা আরও জোর দিতে পারবেন বলেই মনে করছে রেল। তাই নারীদের জন্য বিশেষ দিনেই মহিলা রেল পুলিশের হাতে নতুন অস্ত্র তুলে দেওয়া হল।

রেলের তরফে আরও জানানো হয়েছে, সিএপিএফের সমস্ত বাহিনীর মধ্যে আরপিএফে মহিলা কর্মীর অনুপাত সবচেয়ে বেশি। বর্তমানে কর্মরত আরপিএফের ৯ শতাংশই মহিলা। মহাকুম্ভের সময় প্রয়াগরাজে অক্লান্তভাবে কাজ করেছেন মহিলা রেল পুলিশবাহিনী। সেই বিষয়টি উল্লেখ করেও ভূয়সী প্রশংসা করা হয়েছে রেলের তরফে।

উল্লেখ্য, বিশেষ দিনে নারীশক্তির জয়গানে আরও একটি অভিনব উদ্যোগ নিল রেল। নারী দিবসে বন্দে ভারত এক্সপ্রেসে শুধুই ছিলেন মহিলা ক্রু সদস্য। লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলট, ট্রেন ম্যানেজার এবং টিকিট পরীক্ষক থেকে অন-বোর্ড ক্যাটারিং স্টাফ সকলেই মহিলা। বন্দে ভারতে এহেন পদক্ষেপ এই প্রথম। অন্যদিকে, নারী দিবস উপলক্ষে গুজরাটে এক মেগা ইভেন্টের আয়োজন করা হয়। যেখানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেও তাঁর নিরাপত্তার দায়িত্বে শুধুই ছিলেন মহিলা আধিকারিকরা। ভারতের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *