পাহাড়ের পর্যটকদের জন্য সুখবর এসেছে। মরশুমের প্রথম তুষারপাতের (Snowfall) ফলে সান্দাকফু পাহাড়ে সাদা বরফে ঢাকা পড়েছে চারপাশ। শনিবার বিকেলে শুরু হওয়া তুষারপাতে সান্দাকফু, ছাঙ্গু এবং নাথুলাসহ বেশ কিছু উচ্চাঞ্চলে তুষারপাত (Snowfall) হয়েছে। এদিন শৈলরানি দার্জিলিং এবং আশেপাশের অঞ্চলেও শিলাবৃষ্টি দেখা গেছে। তুষারপাতে সান্দাকফুর পর্যটকরা হোটেলে বন্দী হয়ে পড়েন। প্রায় আট ইঞ্চি পুরু বরফে ঢেকে যায় সান্দাকফু। এছাড়া টংলু, টামলিং এবং চিত্রে ফালুটেও হালকা বৃষ্টি হয়।

সান্দাকফুতে থাকা পর্যটকরা ব্যাপক উল্লাসিত। শনিবার বিকেলে তাপমাত্রার পতন ঘটলে শুরু হয় প্রবল তুষারপাত। পাহাড়ের ওপর জমে থাকা বরফের চাদর পুরো এলাকা ঢেকে ফেলে। একই সঙ্গে সিকিমেও পর্যটকদের ভিড় বেড়ে গেছে। প্রথমে হালকা তুষারপাত হলেও কিছু সময় পরই তা তীব্র হতে থাকে। অনেক পর্যটক তখন মোবাইল ফোনে সেই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখেন, কেউ ভিডিও কল করে প্রিয়জনদের এই দৃশ্য দেখান।

লাচুং, লাচেন এবং ছাঙ্গু লেক এলাকায়ও তুষারপাত হয়। তুষারপাতের ফলে রাস্তা এবং পার্কিংয়ে রাখা গাড়ি বরফে ঢাকা পড়ে যায়। তাপমাত্রা অনেক নিচে চলে গেলে ঠান্ডার অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে, তবে তুষারপাত উপভোগ করতে পর্যটকরা আনন্দিত। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে দাঁড়ায় ৩ ডিগ্রিতে, এবং আগামী রবিবারও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

 

আরও পড়ুন:Jet Crash: যুদ্ধবিমান ভেঙে পড়ল পঞ্চকুলায়, চালকের বুদ্ধিমত্তায় প্রাণ বাঁচল

By Sk Rahul

Senior Editor of Newz24hours

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *