বাংলা ধারাবহিক নিয়ে সোস্যাল মিডিয়ায় ট্রোলের শেষ নেই। এবার সেই নিশানায় এলো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “ফুলকি” (Phulki)। ফুলকির একটি প্রোমো দেখে শুরু হয়েছে বাংলা ধারাবহিক নিয়ে বিদ্রুপ। প্রোমোতে দেখানো হয়েছে লাবণ্য ওরফে ফুলকির লাবু দি একটি রিপোর্ট নিয়ে এসে রোহিতের মাকে দিয়ে বলছেন, ‘আজ থেকে ২২ বছর আগে তোমার যে মেয়ে হারিয়ে গেছিল সে আর কেউ নয়, আমাদের ফুলকি। তা শুনেই ফুলকির শাশুড়ি ধপ করে বসে পড়েন। বলেন, ‘কী সর্বনেশে কথা শোনালি তুই! রোহিত আর ফুলকি ভাই বোন।’ আর সেই কথা দরজার বাইরে থেকে সবটা শোনে নায়ক নায়িকা। ফুলকি (Phulki) ছুটে যান মন্দিরে। হাতে তুলে নেন অস্ত্র। এখানেই পরিসমাপ্তি প্রোমোর।

দ্য ওয়ালকে পরিচালক বলেন, “প্লট কোন দিকে এগোচ্ছে তা তো এখনই বলে দিতে পারা যাবে না। হ্যাঁ প্রোমোতে দেখানো হয়েছে। তবে তা প্রমাণিত হয়নি। শুধু একটাই কথা বলতে চাই, অতীতেও আমার উপর ভরসা রেখেছেন, এবারেও রাখুন। এমন কিছু ফুলকি টিম দেখাবে না যা সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই কিছু দিন অপেক্ষা করুন। এইটুকুই অনুরোধ”।

আরো পড়ুন: Recipe: বিকালে চায়ের সাথে বানিয়ে নিন সাবুদানার টিক্কি

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *