সঞ্জয় লীলা বানসালির বাজিরাও মাস্তানি ছবিতে কাশী বাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু বেশিরভাগ ক্লোজ আপ শট থাকায় পরিচালককে খুশি করা কঠিন ছিল প্রিয়াঙ্কার পক্ষে। তবে প্রিয়াঙ্কা এই কাজে সফল হলেও তার মা জানান কতোটা পরিশ্রম করতে হয়েছে মেয়েকে।

মধু চোপড়া বলেন, “সঞ্জয় লীলা ভন্সালী খুব সহজ পরিচালক নন। চরিত্র ঠিক মতো ফুটিয়ে তোলা হচ্ছে কি না, তিনি যেটা চাইছেন সেটা পূরণ হচ্ছে কি না সে দিকে সব সময় খেয়াল রাখতে হয়”। প্রিয়ঙ্কারও সে দিকেই মূল লক্ষ্য ছিল। শুটিং ফ্লোরে অভিনয় ছাড়া অন্য কোনও দিকে মনোযোগ দিতেন না তিনি। মধুর কথায়, “এমনকি মেকআপ ভ্যানের অন্দরেও কোনও কথা বলত না প্রিয়ঙ্কা।”

বলিউডে শেষ প্রিয়াঙ্কাকে অভিনয় করতে দেখা গিয়েছিল ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’ ছবিতে। এর পর এসএস রাজামৌলির ছবিতে প্রিয়ঙ্কার সাথে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী তারকা মহেশ বাবু। একাধিক ভাষায় মুক্তি পাবে ছবিটি।

আরো পড়ুন: TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *