আবারও নবরূপে সেজে উঠলো বিধাননগর পৌরনিগম ১৩ নম্বর ওয়ার্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়,এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, ও রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির সহযোগিতায়,এবং পৌরপিতা সিরাজুল হকের উদ্যোগে,শুক্রবার ফিতে কেটে,আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো ১৩ নম্বর ওয়ার্ডের একাধিক কবরস্থানের হাইমাস্ট লাইট ও একাধিক রাস্তার এবং মাদ্রাসার পাশে পুকুরের ফেনসিং-এর।
প্রসঙ্গত,২০২২ সালে বিধাননগর পৌরনিগম ১৩ নম্বর ওয়ার্ডে সিরাজুল হক,পৌরপিতা হওয়ার পর থেকেই,রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল এলাকার উন্নয়নের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ক্রমাগত নিয়ে চলেছেন তিনি।আসলে,তিনি স্বপ্ন দেখেন এই ওয়ার্ডকে একটি মডেল হিসেবে গড়ে তোলার।গত বছরই জলের পাম্প,কবরস্থানের হাই মাস্ট লাইট সহ একাধিক রাস্তার উদ্বোধন করেছিলেন।আবার হাতিয়াড়া মেঠোপাড়া থেকে নিউটাউন ব্রীজের সংযোগ সেতুর কাজও শুরু করেছিলেন।যা প্রায় শেষের মুখে।এরইমধ্যে আবারও শুক্রবার বিধাননগর পৌরনিগম ১৩ নম্বর ওয়ার্ডকে ঢেলে সাজালেন পৌরপিতা সিরাজুল হক।
হাতিয়ারা হাই মাদ্রাসা স্কুল প্রাঙ্গণে যে পুকুর রয়েছে।সেখানে নানারকম দুর্ঘটনা এড়াতে এদিন পৌরপিতা সিরাজুল হক পুকুরের ফেনসিং-এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
একইসঙ্গে এদিন হাতিয়ারা বেলতলা পিয়াদাদের কবরস্থানে লাইট,হাতিয়ারা পূর্বপাড়া কবরস্থানে হাইমাস্ট লাইট,হাতিয়ারা মাঝেরপাড়া মোল্লাদের কবরস্থানের লাইট,মাঝেরপাড়া জালালিয়া সিদ্দিকীয়া পবিত্র কবরস্থানের হাইমাস্ট লাইট স্থাপন সহ,একাধিক রাস্তার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
এদিনের এই মানবিক কর্মসুচি পালনে উপস্থিত হয়েছিলেন,- রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি,বিধাননগর পৌরনিগম ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা বিধাননগর পৌরনিগমের বিদ্যুৎ দপ্তরের এম আই সি সুজিত মণ্ডল,৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ১ নম্বর বোরো চেয়ারম্যান শাহনওয়াজ আলী মন্ডল,বিধাননগর পৌরনিগম ২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা মেয়র পরিষদ রহিমা বিবি মণ্ডল,৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা মেয়র পরিষদ আরাত্রিকা ভট্টাচার্য,অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা বিধাননগর পৌরনিগম ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সিরাজুল হক,বিশিষ্ট সমাজসেবী নিজাম উদ্দিন,সুরাফ মণ্ডল,জিয়ারুল মজুমদার,মহম্মদ সেলিম সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা।
এদিন সকলের উপস্থিতিতে ফিতে কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় একাধিক কর্মসূচির। এরপরই সকলকে মিষ্টিমুখ করান এদিন পৌরপিতা সিরাজুল হক।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পৌরপিতার ভুয়সী প্রশংসা করেন বিধায়ক তাপস চ্যাটার্জী। মানবিক একাধিক পদক্ষেপ গ্রহণের জন্য পরের বছর ২২ শে জানুয়ারি বিশেষভাবে পৌরপিতাকে সংবর্ধনা দেওয়ার কথাও এদিনের এই অনুষ্ঠান থেকে ঘোষণা করেন তিনি।একই সঙ্গে এদিন বিধায়ক তাপস চ্যাটার্জি জানান রমজান মাসেই তিনি চেষ্টা করবেন ১৩ নম্বর ওয়ার্ডে এম্বুলেন্স উদ্বোধন করার।অর্থাৎ বলা বাহুল্য ১৩ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে একেবারেই বদ্ধপরিকর পৌরপিতা সিরাজুল হক।