ভারতের মাটিতে আবার পা রাখার পথে লিওনেল মেসি (Lionel Messi)! বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা কলকাতায় আসছেন বলে যে গুঞ্জন উঠেছে, তা আরও উসকে দিয়েছেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। তিনি আগেই জানিয়েছিলেন যে, ২০২৫ সালের শুরুতে মেসিকে ভারতে আনার পরিকল্পনা রয়েছে। শুক্রবার শতদ্রু তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মেসির (Lionel Messi) সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন, যা দেখে ফুটবলপ্রেমীরা বুঝতে পেরেছেন যে, মেসির ভারত সফর নিয়ে কিছু একটা বড় খবর আসতে পারে।
শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতায় (Kolkata) অনেক আন্তর্জাতিক ফুটবল তারকা আসেন, এর মধ্যে রয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, এবং ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডিনহো। মেসিকে ভারতে আনার জন্য তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন এবং এরই মধ্যে মেসির বাবা এবং এজেন্ট জর্জ মেসির সঙ্গে দেখা করেছেন। শুক্রবার, শতদ্রু মেসির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে উপহারও দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে তিনি শাহরুখ খানের বিখ্যাত সংলাপ উল্লেখ করেছেন, “যদি অন্তর থেকে কিছু চাই, তাহলে পুরো দুনিয়া তোমাকে সেটা পাওয়ার সুযোগ দেবে।”
তবে শতদ্রুর পোস্টে মেসির ভারত সফরের সময় বা তার সফরসূচি সম্পর্কে কোনও স্পষ্ট ইঙ্গিত নেই। তবুও, শতদ্রু যে মেসিকে ভারতে আনার জন্য অনেক দিন ধরে কাজ করছেন, এবং মেসির সঙ্গে দেখা হওয়ার পর যেভাবে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তাতে ফুটবলপ্রেমীরা আশাবাদী হতে পারেন। বিশেষ করে, চলতি বছর কেরলে আর্জেন্টিনার খেলা হওয়ার কথা রয়েছে, যদিও সেখানে মেসি খেলতে আসবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
এছাড়া, মেসি যখন প্রথমবার কলকাতায় এসেছিলেন ২০১১ সালে, তখন তিনি আর্জেন্টিনার হয়ে প্রদর্শনী ম্যাচে অংশ নিয়েছিলেন। সেবার আর্জেন্টিনার হয়ে তিনি কোনো ট্রফি জিততে পারেননি। কিন্তু এখন, সেই মেসি যে আজকের মেসির সঙ্গে তুলনা করা হয় সর্বকালের সেরা ফুটবল তারকাদের সঙ্গে, তা নিঃসন্দেহে বলাই যায়।