‘ন্যায়বিচার পাবেন,আশ্বস্ত করেছেন সিবিআইয়ের ডিরেক্টর’, দেখা করে জানালেন নিহত চিকিৎসকের বাবা-মা!আরজি কর হাসপাতালের নিহত তরুণী-চিকিৎসকের বাবা-মা মেয়ের বিচারের দাবিতে বৃহস্পতিবার দিল্লি গিয়েছিলেন।দেখা করেন সিবিআই-এর ডিরেক্টরের সঙ্গে।

উল্লেখ্য,সিবিআই তদন্ত নিয়ে এর আগে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন নিহত চিকিৎসকের বাবা-মা।এদিন ফের একবার সে কথা বলতে দেখা যায় তাঁদের।সিবিআই দফতর থেকে বেরিয়ে নিহত চিকিৎসকের বাবা-মা জানান, “আমরা সিবিআই তদন্তে খুশি নই, সেটা বলার জন্যই এতদূর এসেছিলাম। ওনারা বললেন, আমরা তদন্ত করছি, ধৈর্য ধরুন। আরও কিছুদিন দেখি তারপর দিল্লিতে বা অন্য কোথাও ধরনা করার কথা ভাবব। আমরা এর শেষ দেখে ছাড়ব।” শুধু তাই নয়, কার্যত হুঙ্কারের ভাষাতে তাঁরা বলেন, “শেষ দেখে ছাড়ব। প্রয়োজনে রাজধানীর রাস্তায় ধরনায় বসব।”
আরজি কর মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের। কিন্তু সেই রায়ে খুশি হতে পারেননি নিহত চিকিৎসকের পরিবার। বাবা-মা প্রথম থেকেই বলে আসছেন, এই ঘটনায় আরও অনেকে জড়িয়ে এবং তাঁদের আড়াল করা হচ্ছে। কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তার থেকে এগোতেই পারেনি সিবিআই। অসন্তোষ প্রকাশ করেই সুবিচারের আশায় দিল্লি যান তাঁরা।নিহত চিকিৎসকের মা-বাবা বলছেন, তাঁরা ন্যায়বিচার পাননি। ঘটনার ৭ মাস হয়ে গেলেও এখনও ডেথ সার্টিফিকেট মেলেনি। এদিকে সিবিআই-এর ভূমিকাও সঠিক নয়। তদন্তে গাফিলতি নয়, বরং ইচ্ছে করে ঢিলেমি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।

প্রসঙ্গত,গত বছরের ৮ অগস্ট গভীর রাতে আরজি কর হাসপাতালে খুন-ধর্ষণের শিকার হন দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রী। ঘটনার পর থেকেই একাধিক প্রশ্নে বিদ্ধ আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে এদিন বড় প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা বলছেন, “ডেথ সার্টিফিকেট দিতেও ওরা ভয় পাচ্ছে কেন! কী আড়াল করতে চাইছে সরকার!” যদিও হাসপাতাল সূত্রে বলা হচ্ছে, বিষয়টি দ্রুত সমাধানের জন্য স্বাস্থ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে।এখন দেখার বিষয় কতদিনে ন্যায়বিচার পান আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *