ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ হলেন শ্রুতি দাস (Shruti Das)। খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে তার ছবি “আমার বস”। এর আগেই ভুয়ো কাস্টিং এজেন্সি নিয়ে সরব হলেন নায়িকা।

এই প্রসঙ্গে শুক্রবার শ্রুতি (Shruti Das) তাঁর সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘আমাদের টালিগঞ্জ বা ঢালিউড ইন্ডাস্ট্রি তে সত্যিই কি কোনও এজেন্সি দ্বারা কাস্টিং হয়? এখনও পর্যন্ত কি কোনও পরিচালক বা কোনও প্রোডাকশন হাউস, কোনও কাস্টিং কোম্পানির হাতে কোনও সিনেমা, সিরিয়াল বা ওয়েব সিরিজের স্ক্রীপ্ট দিয়ে বলেন যে, ভাই পুরো কাস্টিংটা করে দাও পরিবর্তে এই রেমুনারেশন তোমাকে দিচ্ছি। না, আমাদের কলকাতায় এই ভাবে কোনও কাস্টিং হয়না। আমি নিজে এত বছর সহকারি পরিচালক হিসাবে নিয়মিত কাজ করছি, যে কটি পরিচালনার কাজ করেছি আমি কখনও দেখিনি বা আমার বাবাও কস্মিন কালে দেখেননি। তাহলে এই যে ‘স্যোশাল মিডিয়া’তে এত কাস্টিং এজেন্সির বিজ্ঞাপন দেখি, এরা কি করে? আমারও প্রশ্ন এরা কি করে?’

তারপরই এর উত্তর নিজেই দেন অভিনেত্রী। তিনি বলেন, ‘এরা টুপি পরায়। তাঁদের, যাঁরা গ্রাম মফস্বল থেকে আসে দু চোখে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু জানেন না কোথায় যাবেন বা কার কাছে যাবেন। সেই না জানারই সুযোগ নেয়। আর এই সমস্ত এজেন্সি গুলো অধিকাংশই জুনিয়র আর্টিস্ট মানে ভিড়ে ১৫ জন দাঁড়াবে সবাই চিৎকার করবে তাঁদের মধ্যে দু একজন একটা দুটো কথা বলবে বা একজন নার্স, ওয়ার্ডবয়, ওয়েটার দু একটি কথা আছে এই ধরনের চরিত্রগুলি যেগুলো সাধারণত কেউ করতে চায়না। সেই কাস্টিং গুলোর জন্য এদের থেকে ছেলে মেয়ে আমরা নিই। আর মাঝে মধ্যে কখনও কোথাও অডিশনের খবর এদের ছেলে মেয়েদের দেয়। হয়তো টালিগঞ্জে একটি কি দুটি এজেন্সি আছে যাঁরা ঠিকঠাক চরিত্রের জন্য রেফার করে। কিন্তু এরা কেউ কাস্টিং করেনা।’

আরও পড়ুন: Saif Ali Khan: সইফ করিনার বাড়ির চুরিকে সাজানো বললেন কে?

Image source-Google

By Torsha