দাবিমতো টাকা না দেওয়ায় অফিস ফেরত যুবকদের উপর রড, হকি স্টিক নিয়ে হামলার অভিযোগ। কাঠগড়ায় দক্ষিণ দমদম পুরসভার (Dumdum) ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের অনুগামীরা। আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত যুবক ভর্তি বেসরকারি হাসপাতালে।

অভিযোগ, দক্ষিন দমদম পুরসভার ১৩নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা স্থানীয় তৃণমূল নেতা প্রবীর পালের অনুগামী ওই অফিস ফেরত যুবকদের কাছে মদ্যপানের জন্য টাকা দাবি করেন। যুবকরা টাকা দিতে অস্বীকার করায় তাদের ওপর আক্রমণ চালানো হয়। সেয়ানা বাপ্পা, গোপাল ঘোষ, উত্তম ঘোষ, রভি সরদার সহ বেশ কয়েকজন দুষ্কৃতি তাঁর ছেলে ও ছেলের বন্ধুর ওপর রিভলবার, হকিস্টিক, রড দিয়ে আক্রমণ চালায়। রিভলবারের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ সানি সিংয়ের। দুজনের মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। এই মুহূর্তে শ্রীতম চ্যাটার্জির অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনায় শ্রীতম চ্যাটার্জির বাবা নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছে। বর্তমানে চোখে গুরুতর আঘাত নিয়ে নাগেরবাজারের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

এই ঘটনার পর স্থানীয় প্রশাসনের কাছে দুষ্কৃতী দৌরাত্ম্য কমানোর আর্জি জানান ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তন্দ্রা সরকার। তিনি বলেন, “ওই অঞ্চলে একদল দুষ্কৃতী এই ধরনের সমাজবিরোধী কাজ করছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

 

আরও পড়ুন:Recipe: বছরের শেষ দিনে বানিয়ে নিন এই সুস্বাদু কিমা বিরিয়ানি

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *