বড়দিন মানেই দেবের জন্মদিন। জন্মদিন ও খাদানের সাফল্য নিয়ে অজস্র শুভেচ্ছা পেয়েছেন দেব। জন্মদিন উপলক্ষে এক বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল। এই পার্টিতেই দেবের সঙ্গে তোলা একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন রুক্মিণী (Rukmini Maitra)। সঙ্গে লিখেছেন, ‘‘শুধু জন্মদিন নয়, প্রতিটা দিনেই তোমার জন্য শুভেচ্ছা থাকে। অপ্রতিরোধ্য হয়ে ওঠো, অপরাজিত থাকো। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হল, মানুষের জন্য ভাল কাজ করো। তা হলে এই বিশ্ব তোমার পাশেই থাকবে। দেব, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, ভালবাসা এবং শুভেচ্ছা।’’

কিছুদিন আগেই দেব ও রুক্মিণীর (Rukmini Maitra) সমীকরণ নিয়ে শুরু হয়েছিল ঘোর জল্পনা কল্পনা। এক সাক্ষাতকারে দেব নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছিলেন। যদিও এই নিয়ে দুজনের কেউই কোনো মন্তব্য করেননি। তবে এসবের মধ্যে রুক্মিণীর শুভেচ্ছাবার্তা আসতেই আপ্লুত হয়েছেন অনুরাগীরা। কেউ কেউ বলেছেন, ‘‘অনেক দিন পর আপনাদের একসঙ্গে দেখে ভাল লাগছে।’’ অন্য আর এক জন লিখেছেন, ‘‘তোমাদের দু’জনকে একসঙ্গেই দেখতে ভালবাসি।’’

আরও পড়ুন: Bangladesh: পার্কস্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশী

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *