টানা দু’বছর সম্পর্কে থাকার পরে আদিত্য রয় কপূরের সঙ্গে প্রেমে ভাঙন ধরে। নতুন বছরে নতুন প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কোকে নিয়ে এখনও মুখ খোলেননি অনন্যা। তবে কেমন প্রেমিক চান তিনি সেই নিয়ে মুখ খুলেছেন অনন্যা (Ananya Pandey)।
মানুষ হিসেবে খুবই আবেগপ্রবণ অনন্যা। তাই এমন একজন মানুষকে তার প্রয়োজন যে তার ভরসার কাঁধ হবেন। সবসময় তাকে সমস্যার সমাধান খুঁজে দিতে হবেনা বরং তার কথা মন দিয়ে শুনলেই হবে, এমনটাই বলছেন অনন্যা পান্ডে (Ananya Pandey)।
অভিনেত্রীর কথায়, “আমার সমস্যা সমাধানের প্রয়োজন নেই। আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক। অনেকে মনে করেন, সমস্যার কথা বলা মানেই সমাধানসূত্র খুঁজে দিতে হবে। কিন্তু আসলে সমস্যার কথা বলে হালকা হতে চাই মাত্র। একটা শক্ত কাঁধে মাথা রাখতে চাই আমি।”
অভিনেত্রী বলেছেন, “আমি এক জায়গায় পড়েছিলাম, ঝগড়া হলে বা মন কষাকষি হলে কে কেমন আচরণ করে সেটা দেখা উচিত। এটা সত্যিই গুরুত্বপূর্ণ। ভাল মুহূর্তে তো সবই ভাল লাগে। কিন্তু মতান্তর হলে বোঝা যায়, সঙ্গী আপনাকে সম্মান করছে কি না।”
আরও পড়ুন: Rukmini Maitra: দেবের জন্মদিনে কি শুভেচ্ছা বার্তা দিলেন রুক্মিণী
Image source-Google