চিন্ময় মহাপ্রভুর পরবর্তী শুনানি আগামী ২রা জানুয়ারি। কিন্তু বর্তমানে তাঁর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Ghosh) রয়েছেন ব্যারাকপুরে। ব্যারাকপুরে চিকিৎসার জন্য এসেছেন তিনি। এইমসে চলছে তাঁর চিকিৎসা।
আগামী ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণ প্রভুর মামলা রয়েছে বাংলাদেশের কোর্টে। আজ ইসকনে যাওয়ার আগে রবীন্দ্র ঘোষ বলেন, “মুক্ত করব, এটা সংকল্প। নিজের জীবনের ঝুঁকি নিয়ে চিন্ময় কৃষ্ণকে আইনি সহায়তা দেব। আমি মরতে ভয় পাই না! আমি শুধু একজন আইনজীবী নই, একজন মানবাধিকার কর্মীও।” পাশাপাশি এদিন তিনি কলকাতা ইসকন মন্দিরে ঠাকুর দর্শন করে প্রসাদ গ্রহনের উদ্দ্যেশে রওনা দেন।
এদিকে এগিয়ে আসছে তাঁর বাংলাদেশ ফেরার পালা। এরই মধ্যে এদিন তাঁকে কলকাতার ইসকন মন্দিরে নিয়ে যেতে আসেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস। সেখান থেকে রবীন্দ্রনাথ ঘোষ কলকাতার হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে খবর।
আরও পড়ুন:Suvendu Adhikari: বাংলাদেশী জঙ্গিদের নিশানায় শুভেন্দু