বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে ক্রমাগত সরব হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিভিন্ন সভা-সমাবেশে বাংলাদেশি হিন্দুদের মানবাধিকারের পক্ষে সওয়াল করছেন। তার ভিত্তিতে তৎপরতা বাড়িয়েছে পুলিশ-প্রশাসন।

বাংলাদেশের দুটি জঙ্গি সংগঠন হারাকত-উল-জিয়াদ-আল-ইসলামি ও হিজাব-উদ-তাহিরের পরিকল্পনা, দাবি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর। তিন জন বাংলাদেশি দুষ্কৃতীকে হামলার দায়িত্ব দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে দাবি করা হয়েছে। সেই মতোই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে খবর।

গত কয়েকমাস ধরে উত্তাল বাংলাদেশ। দিনে দিনে বাড়ছে মৌলবাদীদের অত্যাচার। চরমে হিন্দু নির্যাতন। একাধিকবার হিন্দু নির্যাতন নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কারণেই এই হামলার ছক বলে খবর। এ বিষয়ে এক বিজেপি নেতা বলেন, তাঁরা এই আশঙ্কা আগেই করেছিলেন। তবে এভাবে ভয় দেখানো যাবে না। শুভেন্দু অধিকারী হিন্দুজের জন্য লড়াই করবেন।

 

আরও পড়ুন:Row row vessel: এবার গঙ্গা পারাপার করবে ট্রাক

By Sk Rahul

Senior Editor of Newz24hours

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *