কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী রবীন্দ্র সেতু এবং দ্বিতীয় হুগলি সেতুর ওপর ভারী যান চলাচল রুখতে বিকল্প পরিবহনের ভাবনা রাজ্যের পরিবহণ দফতরের।জানা গিয়েছে, রোরো (Row row vessel) ভেসেলের মাধ্যমে পণ্যবাহী ভারী ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত গঙ্গা পার করানো হবে। সোমবার শালিমারে একটি রো-রো ভেসেলের উদ্বোধন করে এমনটাই জানান পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

‘রোল-অন রোল-অফ’। সংক্ষেপে যাকে বলা হয় রো রো। এই পদ্ধতিতে সারা বিশ্বেই জলপথে বড় বড় ভেসেলে করে পার হয় মাল বোঝাই ট্রাক বা যাত্রীবাহী গাড়ি। এ বার গঙ্গায়ও সেই দৃশ্য দেখা যাবে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, রোরো ভেসেলটির জন্য বরাদ্দ করা হয়েছে ৫ কোটি টাকা। আপাতত এই ভেসেলটি গঙ্গাসাগর মেলার জন্য ব্যবহার করা হবে। এই ভেসেলের মাধ্যমে রায়চক থেকে কুমড়োহাটি পর্যন্ত যানবাহন পারাপার করানো হবে। এই রোরো ভেসেলে একসঙ্গে ৬টি ভারী ট্রাক ও ৫০ জন যাত্রী পারাপার করতে পারবেন। পরবর্তীতে শালিমার থেকে গার্ডেনরিচ পর্যন্ত এই রোরো ভেসেল চালানো হবে। তাই দুটি জায়গায় জেটিঘাট তৈরির জন্য জায়গা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।

পরিবহন মন্ত্রী আরও জানান, হাওড়া ও কলকাতা সংযোগকারী দুটি ব্রিজে যেভাবে নিত্যদিন যানবাহনের চাপ বাড়ছে, তাতে একাধিক রুটে জেটিঘাট ও ব্রিজ নির্মাণ প্রয়োজন। কিন্তু সেটি সময়সাপেক্ষ বিষয়। আপাতত রোরো ভেসেলের মাধ্যমেই জল পরিবহনে গতি আনতে চাইছে পরিবহন দফতর। আগামীতে আরো একাধিক ভেসেল তৈরি করার চিন্তা ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

 

আরও পড়ুন:Arjun Kapoor: বিচ্ছেদ হলেও মালাইকার পাশে সবসময় আছেন অর্জুন

By Sk Rahul

Senior Editor of Newz24hours

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *