নিজেকে সিঙ্গেল দাবি করে নিজেই অবসাদে ডুবে গিয়েছিলেন অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor) এরপরই ভাইরাল হয় মালাইকার একটি ভিডিও। অভিনেত্রীর টি-শার্টে লেখা ছিল “আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি।”
এই ভিডিও ভাইরাল হওয়ার পরে শুরু হয় চর্চা। যদিও তাদের প্রেম ভাঙার কারণ জন্য যায়নি কিন্তু প্রেম ভাঙার পর মালাইকার বাবা মারা যাওয়ার সময় সেখানে উপস্থিত থেকেছেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। যদিও মালাইকা তাঁকে ডাকেননি। তা-ও কেন গিয়েছিলেন অর্জুন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন বলেন, ‘‘আসলে আমার বন্ধুর সংখ্যা হাতেগোনা। আমি কাউকে বন্ধু ভাবলে মন থেকেই তাঁর জন্য সব করি। আমি তাঁর ভাল সময়ে যেমন থাকতে চাই, যদি তাঁর খারাপ সময়ে আমাকে দরকার পরে আমি থাকব। যদি সেই জায়গায় আমার প্রয়োজন না থাকে, তা-ও দূর থেকে থাকব। অতীতে যেটা আমি করেছি।’’
আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন চিকেন ডাইনামাইট
Image source-Google