‘পুষ্পা ২’ ছবিতে যথেষ্ট সাফল্য পেয়েছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)। তার অভিনয় যেমন চর্চার বিষয়, তেমনই তার প্রেম জীবন নিয়েও মানুষের চর্চার শেষ নেই। বহুদিন ধরেই শোনা যাচ্ছে বিজয় দেবাকোন্ডার সাথে প্রেম করছেন নায়িকা। তবে এই নিয়েই একেবারে স্পিকটি নট দুজনেই।
সম্পর্ক নিয়ে মুখ না খুললেও কেমন জীবনসঙ্গী চান সেই নিয়ে প্রকাশ্যে নায়িকা বলেন, ‘‘আমার জীবনের প্রতিটি পর্বে আমার পাশে থাকবে এমন সঙ্গী চাই আমার। আমার সেই সান্ত্বনা, নিরাপত্তা এবং সহানুভূতি দরকার।’’ জবাবে নায়িকা আরও বলেন, ‘‘আমার জন্য সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সম্মান। একে অপরকে সম্মান করা, যত্ন করা, পাশে থাকা— সম্পর্কের সমীকরণ এতেই মজবুত হয়ে ওঠে। আমার সঙ্গী যে হবে, সে যেন আমায় খুব ভালবাসে, আমার যত্ন করে, এক জন ভাল হৃদয়ের মানুষ হয়। আমি ওই রকমই, তাই আমার সঙ্গীকেও এমনই হতে হবে। আমার মনে হয়, আমি যে রকম সঙ্গী ঠিক তার উল্টো হলে আমাদের সম্পর্ক বেশি দিন টিকবে না।’’
রশ্মিকা (Rashmika Mandana) মনে করেন, প্রেমের সম্পর্কে বন্ধুত্ব থাকাটাও জরুরি। অভিনেত্রী বলেন, ‘‘সঙ্গী এমন বন্ধু হবে যে ভাল দিনেও আপনার পাশে থাকবে, আবার খারাপ দিনেও আপনার হাত শক্ত করে ধরে রাখবে।’’
আরও পড়ুন: CBI: সিবিআই হেফাজতে অনশনে কালীঘাটের কাকু
Image source-Google