খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বানিয়ে নিন চিকেন ডাইনামাইট। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ:

৫০০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস

১টি ডিম

২ টেবিল চামচ রসুন বাটা

১ টেবিল চামচ লাইট সয়া সস্

১ টেবিল চামচ অরিগ্যানো

১/৪ কাপ মেয়োনিজ়

১/৪ কাপ টম্যাটো সস্

২ টেবিল চামচ চিলি সস্

আধ চা-চামচ লঙ্কা গুঁড়ো

আধ চামচ গোলমরিচ

২ টেবিল চামচ ময়দা

১/৪ কাপ কর্নফ্লাওয়ার

ভাজার জন্য তেল

পদ্ধতি:

টুকরো করে কাটা মুরগির মাংস ডিম, স্বাদমতো নুন, রসুন বাটা, সয়া সস্, ড্রায়েড অরিগ্যানো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে মাখিয়ে নিন। অন্তত আধ ঘণ্টা মুরগির মাংস এ ভাবে রেখে দিন।

তৈরি করতে হবে মেয়োনিজ় সস্। মেয়োনিজ়ের সঙ্গে টম্যাটো কেচাপ, চিলি সস্, সামান্য লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এই সস্ ঠান্ডা করে পরিবেশন করতে হয়।

এ বার মশলা মাখিয়ে রাখা মাংসে কর্নফ্লাওয়ার, ময়দা মিশিয়ে ছাঁকা তেলে ভেজে নিন। মাংসের সঙ্গে মিশিয়ে দিন মেয়োনিজ় সস্। তবে সরাসরি কোনও বাটি বা থালায় নয় লেটুস পাতাকে ছোট বাটির মতো ব্যবহার করে তার উপরে সাজিয়ে রাখুন চিকেন ডাইনামাইট। অতিথিরা লেটুসের বাটি হাতে তুলেই খেতে পারবেন।

আরও পড়ুন: Swastika Mukherjee: কালীঘাটে চুম্বন চর্চা নিয়ে কি বললেন স্বস্তিকা?

Image source-Google

By Torsha