বিকেল হলেই মনটা কেমন চা চা করে। আর চায়ের সাথে যদি টা হয় তাহলে বিকেল জমজমাট হয়ে ওঠে। তাই চায়ের সাথে এক স্পেশাল রেসিপি (recipe) নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের বিকালে চায়ের সাথে বানিয়ে নিন জালি কাবাব। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

৪০০ গ্রাম মুরগির মাংসের কিমা

১ কাপ বিস্কুটের গুঁড়ো

আধ টেবিল চামচ আদা বাটা

এক টেবিল চামচ রসুন বাটা

২-৩ টেবিল চামচ ধনেপাতা কুচি

১ টেবিল চামচ পুদিনা পাতা কুচি

১ টেবিল চামচ পুদিনা পাতা বাটা

২ট ডিম

৩ টেবিল চামচ ভাজা পেঁয়াজ

কাঁচালঙ্কা কুচি: ১ টেবিল চামচ

১ চা চামচ লঙ্কা গুঁড়ো

১ চা চামচ গরমমশলা গুঁড়ো

আধ চা চামচ জায়ফল গুঁড়ো

আধ চা চামচ জয়িত্রি গুঁড়ো

২ স্লাইস পাউরুটি

পরিমাণ মতো সাদা তেল

নুন: স্বাদমতো

প্রণালী:

একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা বানিয়ে রাখুন। পাত্রে মাংসের কিমা নিয়ে তার সঙ্গে একে একে আদা-রসুন বাটা, পুদিনা বাটা, পুদিনা পাতা কুচি, ধনেপাতা কুচি, কাঁচালঙ্কা কুচি, গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জয়িত্রি গুঁড়ো, জায়ফল গুঁড়ো, বেরেস্তা, বিস্কুটের গুঁড়ো আর নুন দিন। এ বার পাউরুটি জলে ভাল করে ভিজিয়ে নিয়ে জল চিপে ভাল করে চটকে নিন। এ বার মাংসের মধ্যে সেই পাউরুটি মিশিয়ে মিশ্রণটি ভাল করে মেখে নিন। তার পর ঘণ্টাখানেক রেখে দিন। ১ ঘণ্টা পর একটি পাত্রে দু’টি ডিম, সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিন। এ বার মাংসের মিশ্রণ থেকে ছোট ছোট মণ্ড নিয়ে গোল কবাবের আকারে গড়ে নিন। কবাবগুলি ডিমের গোলায় ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিন। গরম গরম কবাব পরিবেশন করুন স্যালাড দিয়ে। ডিমের গোলায় ডোবানো হয় বলে কবাবের গায়ে জালের মতো আস্তরণ পড়ে, সেই কারণেই পদটির নাম জালি কবাব।

আরো পড়ুন: Vedang Raina: পুরানো স্কুলে ফিরে গিয়ে নস্টালজিক হয়ে পড়লেন বেদাং

Image source-Google

By Torsha