স্কুল জীবনের মতো মধুর নির্ভেজাল স্মৃতি আর কিছু নেই। সকলেরই সেই একই মত। ১০-১২ বছর স্কুল বাড়িতে কাটাই আমরা, জমে থাকে কত স্মৃতি, তাই খুব স্বাভাবিকভাবেই স্কুল বাড়ি সকলেরই ভীষণ প্রিয়। সম্প্রতি নিজের সেই দ্বিতীয় বাড়ি, আলমা ম্যাটারে ফিরে গিয়েছিলেন বেদাং রায়না (Vedang Raina)। স্কুলে গিয়ে রীতিমত নস্টালজিক হয়ে পড়লেন জিগরা অভিনেতা।

স্কুলে গিয়েই নস্টালজিক হয়ে হিন্দুস্তান টাইমসকে বেদাং জানান, ‘আমার স্কুলের স্পোর্টসের যে শেষ স্মৃতি মনে আছে সেটা হল বিশেষ অতিথি হিসেবে আমি আলিয়া ভাটকে এসকর্ট করে নিয়ে এসেছিলাম। আর আজ আমিই বিশেষ অতিথি তাও আবার আলিয়ার সঙ্গে ছবি করার পর। গোটা বিষয়টাই অবিশ্বাস্য লাগছে।’ বেদাং এদিন এও জানান আলিয়া ভাট যখন তাঁদের স্কুলে এসেছিলেন তখন তিনি তাঁর সঙ্গে কথা বলেননি। তবে জিগরার সেটে আলিয়াকে এই ঘটনার কথা তিনি মনে করিয়ে দিয়েছিলেন।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে গর্বিত মনে করেন নিজেকে বেদাং (Vedang Raina)। জানান, ‘আমি আশা করব আমি সবাইকে অনুপ্রেরণা জোগাতে পারব, না খালি অভিনয়ে আসার জন্য নয়। তাহরা যে যা স্বপ্ন দেখে সেটাকে পূরণ করে যাতে সফল হয় আর বিশেষ অতিথি হিসেবে যেন এখানে ফিরে আসতে পারে।’

আরো পড়ুন: Virat Kohli: মেলবোর্নে পৌঁছতেই মহিলা সাংবাদিকের সাথে বিতণ্ডায় জড়ালেন কোহলি

Image source-Google

By Torsha