বর্তমানে দুই সন্তানের বাবা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। মেয়ে কৃষভিকে নিয়ে তার সর্বক্ষণ কাটলেও ছেলে ওশকে খুব মিস করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাঞ্চন পুত্র ওশ-কে নিয়ে মুখ খুলেছেন শ্রীময়ী চট্টরাজ।
সাক্ষাৎকারে স্বামীর আগের পক্ষের সন্তানকে নিয়ে শ্রীময়ী বলেন, ‘আমি হয়তো ওকে গর্ভে ধারণ করিনি। কিন্তু ওশ তো আমারও সন্তানসম। আমার কাছে কৃষভি যা, ওশ-ও তাই।’ আর এবার তাঁর এই মন্তব্য নিয়েই মুখ খুললেন কাঞ্চনের প্রাক্তন পিঙ্কি। ঠিক কী বলেছেন পিঙ্কি বন্দ্য়োপাধ্যায়?
শ্রীময়ীর কথা প্রসঙ্গে আনন্দবাজারকে পিঙ্কি বলেন, ‘ধন্যবাদ ওঁর (শ্রীময়ী) মহান উক্তির জন্য। তবে ওশ বাবাকে মিস করে না। আমরা চাই ওঁরা ভালো থাকুন। যতটা ভালো থাকা যায়। আর আমার সঙ্গে খারাপ কিছু হয়নি, যা হয়েছে ভালো হয়েছে।’
পিঙ্কি জানিয়েছেন সন্তানকে মানুষ করা তপস্যার মতো। আর সেই কাজেই লিপ্ত আছেন তিনি। সোস্যাল মিডিয়া খুললেই ওশ তার বাবা, তার বর্তমান স্ত্রী ও মেয়েকে নিয়ে নানা গসিপের সম্মুখীন হয় কিন্তু এসব দেখে আলোচনা করার সময় তার ছেলের নেই।
প্রসঙ্গত, শ্রীময়ী জানিয়েছেন ওশকে কাঞ্চন (Kanchan Mallick) মিস করেন। ওশ যদি কোনোদিন এসে বাবার কাছে থাকতে চায় তাতে কখনোই বাধা দেবেন না তিনি, বরং খুশি হবেন। তবে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পিঙ্কি বলেছেন ভবিষ্যতে কি হবে তা সময়ই বলবে।
আরো পড়ুন: Adhar Card: ফের বাড়ল আধার আপডেটের সময়সীমা
Image source-Google