মেলবোর্নে পৌঁছতেই এক মহিলা সাংবাদিকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন কিং কোহলি। বৃহস্পতিবার মেলবোর্নে পৌঁছেছে ভারতীয় দল। তবে বিমানবন্দরে সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিরাট। ।
জানা গেছে, বিমানবন্দরে সংশ্লিষ্ট সাংবাদিক তাঁর অনুমতি ছাড়াই তাঁর সন্তানদের ছবি তোলেন। সন্তানদের ছবি প্রকাশ্যে আনার বিষয়টি শুরু থেকেই পছন্দ না কোহলি কিংবা তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার ৷ আগেও এবিষয়ে সাংবাদিকদের অনুরোধ করেছেন ‘বিরুষ্কা’ জুটি।
তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে তার পরিবারের ছবি তোলার জন্য অনুমতি প্রয়োজন। এই কথা বলে খানিকটা এগিয়ে যান বিরাট। কিন্তু বিরাটকে উদ্দেশ্য করে ওই সাংবাদিক বলেন, বিমানবন্দর একটি পাবলিক প্লেস। তাই ছবি তুলতে গেলে অনুমতির প্রয়োজন নেই। সেই কথা শুনেই পাল্টা সুর চড়ান বিরাট। খানিকটা কথা কাটাকাটি শুরু হয় দুজনের মধ্যে। শেষ পর্যন্ত অবশ্য সমস্যা মেটে। সবমিলিয়ে ভারতীয় দল মেলবোর্নে পৌঁছতেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুন:Mahira Khan: রণবীরের কাপুরের সাথে ভাইরাল ছবি কতোটা প্রভাব ফেলেছিল মাহিরার জীবনে?