“রাইস” ছবিতে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন মাহিরা খান (Mahira Khan)। তবে বেশ কিছু ঘটনার কারণে ভারতে আর সিনেমা করা হয়নি। তার মধ্যে একটি কারণ রনবীর কাপুরের সাথে তার বেশ কিছু অপ্রীতিকর ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যেখানে দেখা যায় দুজন ধূমপান করছিলেন এবং সেখানে মাহিরার পিঠে কামড়ের দাগ ছিল। এরপর থেকেই সেই ছবি নিয়ে শুরু হয় তুমুল জল্পনা কল্পনা।
তিনি বলেন, ‘‘ছবি নিয়ে মানুষের সমালোচনায় আমিও ভেঙে পড়েছিলাম। বুঝতে পারছিলাম না কী ভাবে সামাল দেব। একটা সময় রাতভর কেঁদে কাটিয়েছি।’’
তাঁর কথায়, ‘‘সেই বছরটা অদ্ভুত একটা সফরের মধ্যে দিয়ে গিয়েছে। একে আমার বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে, তার পর ছেলেকে একা হাতে মানুষ করছি। ও দিকে প্রতিবেশী দেশের পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা। সব মিলিয়ে বড্ড কঠিন ছিল সময়টা। তবে সে ভাবে কাউকে বুঝতে দিইনি।’’
আরও পড়ুন: Shreemoyee Chattaraj: আগের পক্ষের সন্তানের উদ্দেশ্যে কি বললেন শ্রীময়ী?
Image source-Google