বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা হল কেন্দ্র। ২০২৫ সালের ১৪ই জুন পর্যন্ত এই সময়সীমা ধার্য্য করা হল। এর মাধ্যমে দেশের কোটি কোটি আধার কার্ড গ্রাহককে বিনা খরচে আধার আপডেট করার সুবিধে দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফে। আপনি যদি আধার কার্ড আপডেট করতে চান, তাহলে অনলাইনে আপডেটের ক্ষেত্রে কোনো খরচ ছাড়াই ১৪ জুন ২০২৫-এর মধ্যে সুযোগ পাবেন।
আধার কার্ড আপডেট করার জন্য প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর “MY ADHAR” এ গিয়ে “UPDATE YOUR ADHAR” নির্বাচন করতে হবে। এরপর আধার নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে “SEND OTP” তে ক্লিক করতে হবে। তারপর নম্বরে আসা OTP লিখে নাম, জন্ম তারিখ, ঠিকানা লিখতে হবে। আপডেট করা তথ্য লিখে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে। সেটি JPEG, PNG অথবা PDF যে কোনও ফরম্যাটে থাকতে পারে। তবে কখনওই যেন ফাইলের সাইজ ২ এমবির বেশি না হয়।
আপডেট রিকোয়েস্ট জমা পড়লে একটি এসআরএন (সার্ভিস রিকোয়েস্ট নম্বর) দেখাবে। এই নম্বরটি নিজের কাছে রেখে দিতে হবে। আপডেট সম্পর্কে জানতে হলে এই নম্বরটি দিয়েই ট্র্যাক করা যাবে।
আরও পড়ুন:Firhad Hakim: দলের অন্দরেই সমালোচনার মুখে ফিরহাদ হাকিম