দু’‌দিন আগে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বিষয়ক মন্তব্য নিয়ে রাজ্য–রাজনীতিতে ঝড় বয়ে গিয়েছে। কারণ মন্তব্য করেন খোদ মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গত কয়েক মাসে ধর্ম নিয়ে একাধিকবার বিতর্কিত মন্তব্য করে দলেই সমালোচনার মুখে পড়েছেন ফিরহাদ। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ফিরহাদের এই ধরনের মন্তব্যে ক্ষুব্ধ দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি এক অনুষ্ঠানে ফিরহাদ বলেছেন, ‘বাংলায় আমরা ৩৩ শতাংশ। কিন্তু ভারতে মাত্র ১৭ শতাংশ। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। আমরা ভাবি, সর্বশক্তিমানের কৃপা যদি আমাদের উপরে থাকে, তা হলে আমরা এক দিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। এমনকি বাংলার সংখ্যালঘুদের উজ্জীবিত করার উদ্দেশে ববি হাকিম আরও বলেন যে, “ইদানীং আমরা দেখি মোমবাতি মিছিল করে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলা হচ্ছে। কিন্তু মিছিল করে বিচার চাইলে বিচার পাওয়া যাবে না। নিজেদের অউকাত ও রুতওয়া এমন হতে হবে যাতে বিচার এমনিই পাওয়া যাবে।”

এই মন্তব্যের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিতে আঘাত হানা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মনে করেন। তাঁরাই সেই কথা তৃণমূল নেত্রীকে জানিয়ে দিয়েছেন। ওই মন্তব্যের ভিডিয়ো পাঠিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যা দেখে প্রচণ্ড রেগে যান নেত্রী। তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল।

 

আরও পড়ুন:Roshni Bhattacharya: বড় পর্দা কাঁপিয়ে আবার ছোট পর্দায় রোশনি

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours