পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন দিল সুপ্রিম কোর্ট। ২০২২-এর ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। কয়েকদিন আগে এই মামলাতেই জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। পার্থের জামিন মামলার শুনানি সুপ্রিম কোর্টে গত ৪ ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল। রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা।

ইডির করা মামলায় পার্থকে জামিন দিলেও সুপ্রিম কোর্ট মনে করছে পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালীই। তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। তাই নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার জন্য একেবারে সময় বেঁধে দিল শীর্ষ আদালত।

৩১ ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নিম্ন আদালতকে। তারপর জানুয়ারি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে। সেই প্রক্রিয়া শেষ হলেই পার্থ চট্টোপাধ্যায়কে ইডির মামলায় জেল থেকে মুক্তি পেতে পারেন তিনি । তাই আগামী ১ ফেব্রুয়ারির আগে পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তির আশা ক্ষীণ। পাশপাশি সর্বোচ্চ আদালত জানিয়েছে জামিন পেলেও কোনও সরকারি পদে থাকতে পারবেন না পার্থ। তবে বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন তিনি।

 

আরও পড়ুন:Swastika Mukherjee: ৪৪ তম জন্মদিনে নিজেকে কি শুভেচ্ছা জানালেন স্বস্তিকা?

By Sk Rahul

Senior Editor of Newz24hours